২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:০৬/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ১০:০৬ পূর্বাহ্ণ

সারা আনোয়ারা মেধা বৃত্তি ৪র্থ পর্ব এবং চট্টগ্রাম জেলা রানার্সআপ স্কুল ফুটবল দল কে জার্সি, ক্রেস্ট, পুরস্কার প্রদান সম্পন্ন

     

১৮ ই মার্চ ‘১৯ সোমবার আনোয়ারার অন্যতম শিক্ষা, সামাজিক,মানবিক, ক্রীড়া সংগঠন “সারা আনোয়ারা” কর্তৃক আয়োজিত “সারা আনোয়ারা মেধাবৃত্তি ২০১৮-১৯ ইং” ১১ টি ইউনিয়নে ১ নং বৈরাগ, ২ নং বারশত, ৩ নং রায়পুর ইউনিয়নের ধারাবাহিক কার্যক্রমের চতুর্থ কার্যক্রম ৫নং বরুমচড়া ইউনিয়নের বরুমচড়া নলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সফলভাবে সম্পন্ন হয়। এই সময় নলদিয়া সরকারী বিদ্যালয়ের হয়ে উপস্থিত ছিলেন নার্গিস পারভিন, আবুল কাসেম, এয়াকুব মোর্শেদ, মুরাদ বিন জাফর, মমতাজ বেগম, জোহরা, রনজিত দাশ ,প্রমুখ। সারা আনোয়ারার পক্ষে পরীক্ষা তদারকি করেন সারা আনোয়ারা’র প্রধান পৃষ্ঠপোষক আব্দুল মালেক চৌধুরী, শাহনাজ বেগম,রামচন্দ্র ( অতিথি) প্রকৌশলী ছলিম আল আনোয়ার,শারমিন জাহান, ওয়াসেল, হাফেজ আতিকুল্লাহ ,বাবুল, ওমর ফারুক, মহিদ, মাসুদ করিম, হাফেজ মহিউদ্দিন মন্জুর, মোঃ শওকত আলী, মোঃ করিম,জুয়েল,সাকিব,নেজাম শেওয়ানা, মাহিন,জাহেদ, হাফেজ মিনহাজ, মন্জুর, মিজান, আকিব, রকিব, সাজ্জাদ মেহের, ওয়াহিদ, সুমন, শ্রীদাম, ফয়সাল,ইরফান,তানবীর,মিনহাজ,তারেক,রিমন,সাজ্জাদ প্রমুখ । উক্ত স্কুলের ৫ম শ্রেণীর ৪০ জন ছাত্র -ছাত্রীদের মাঝে লিখিত এবং মৌখিক আকারে পরীক্ষা নিয়ে সেরা ৩ জনকে নির্বাচিত করা হয়। প্রথম হয় মোঃ হাবিব, দ্বিতীয় সামিয়া এবং তৃতীয় সালমা। পরীক্ষকরা খাতা মূল্যায়ন এবং ফলাফল নির্ধারণ অবসর সময়টুকুতে – সকল ছাত্র-ছাত্রীদের মাঝে গান , কবিতা , ছড়া ইত্যাদি পরিবেশনের সময়, কচিকাঁচা শিক্ষার্থীদের করতালিতে স্কুল প্রকম্পিত হয়। শিক্ষক মন্ডলীর হয়ে আবুল কাসেম সারা আনোয়ারাকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সারা আনোয়ারা মেধাবৃত্তি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ।আমরা চাই এই কার্যক্রম আরো বিস্তার লাভ করুক,ভবিষ্যতের এই ধারা অব্যাহত থাকুক। আনোয়ারা প্রতিটি মানুষের সাথে আমি ও আপনাদের সাথে আছি”। সারা আনোয়ারা’র হয়ে প্রধান পৃষ্ঠপোষক আবদুল মালেক চৌধুরী বলেন, “আমরা পড়ালেখা করে কর্মের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখব।” প্রথম তিন জনের হাতে পুরষ্কার হিসেবে খাতা,কলম,চকলেট, চারাগাছ এবং অংশগ্রহণকারী সকল ছাত্র ছাত্রীদের হাতে কলম চকলেট তুলে দেয়া হয়। এইসময় নলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০১৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন এবং জেলা পর্যায়ে রানার্সআপ হওয়ায় সারা আনোয়ারা হতে সম্মাননা ক্রেস্ট এবং জার্সি প্রদান করা হয়। উক্ত স্কুলের সকল শিক্ষক দের মাঝে সারা আনোয়ারার’র পক্ষে শুভেচ্ছা স্বরূপ বই প্রদান করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply