২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ১২:৫৭/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১২:৫৭ অপরাহ্ণ

হোটেল সেক্টরে শ্রম আইন বাস্তবায়নের আহ্বান

     

 

চট্টগ্রাম জেলা হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিক কর্মচারী ইউনিয়ন, রেজি: নং- ১৪৯৫ এর উদ্যোগে সংগঠনের দোস্ত বিল্ডিং ৫ম তলা কার্যালয়ে ১৭ মার্চ এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন এর সভাপতি মির্জা আবুল বশর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক হাসান মারুফ রুমী। সভায় বক্তব্য রাখেন- অপূর্ব নাথ, হোটেল শ্রমিক নেতা আবদুল খালেক, নুরুল আলম, জসিম বাবুর্চি, মোঃ ইসহাক প্রমুখ।

সভায় বক্তারা বলেন- চট্টগ্রাম সহ দেশব্যাপী হোটেল শ্রমিকরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর সকার ২০০৯ইং সালের ২৪ নভেম্বর হোটেল শ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণা করেন। কিন্তু চট্টগ্রামের হোটেল মালিকরা শ্রমিকদের নিম্নতম মজুরি প্রদান করেন নাই। গেজেট অনুযায়ী মজুরি দাবী করিলে শ্রমিকদের উপর নির্যাতন- অত্যাচার চালানো হয়। শ্রম আইন মোতাবেক, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বই, অতিরিক্ত কাজের দ্বিগুণ মজুরি, সাপ্তাহিক ছুটি, অসুস্থতাজনিত নৈমত্তিক ও অর্জিত ছুটি শ্রম আইনে স্বীকৃত হলেও মালিকরা শ্রম আইন মানছে না। বক্তারা আরো বলেন- বর্তমান সরকার হোটেল সেক্টরে প্রচলিত শ্রম আইনের বিধি বিধান বাস্তবায়ন এবং সরকার গত ১ মার্চ ২০১৭ ঘোষিত গেজেট অনুযায়ী মজুরি বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার জন্য শ্রমিক কর্মচারীদের প্রতি আহ্বান জানান। বক্তারা হোটেল সেক্টরে মালিকদের উদ্দেশ্য করে বলেন- প্রচলিত শ্রম আইন মেনে নিয়োগপত্র, পরিচয়পত্র সহ সকল সুবিধা প্রদান করার অনুরোধ করেন। আর আইন লংঘনকারী মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি অনুরোধ করেন।

শেয়ার করুনঃ

Leave a Reply