১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:৪২/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৩:৪২ পূর্বাহ্ণ

প্রতাপ উদ্দিন আহম্মদের ২১তম মৃত্যুবার্ষিকী পালন

     

 

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন এর প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা আপোষহীন বিপ্লবী শ্রমিক জননেতা প্রতাপ উদ্দিন আহম্মদের ২১তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন, রেজি: নং- বি-১৮০৩ এর উদ্যোগে ১৪ মার্চ ২০১৯খ্রি: বিকাল ৩টায় পান গলি, বাংলাবাজার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আব্দুর রহিম ড্রাইভার এর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাষ্টারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ চট্টগ্রাম জেলা সভাপতি এয়ার মোহাম্মদ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মোঃ মামুন, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এর যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক নুরুল আবছার মাষ্টার, বাপ্পী মাষ্টার, আলমগীর মাষ্টার, মাসুম মাষ্টার, আবদুল্লাহ ড্রাইভার, আব্দুর রহমান মাষ্টার, বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, বাংলাদেশ হোটেল এন্ড রেষ্টুরেন্ট মিষ্টি ও বেকারী শ্রমিক ইউনিয়ন, চট্টগ্রাম জেলা নেতা ইমরান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন- প্রতাপ উদ্দিন আহম্মদ আজীবন শ্রমিক-কৃষক-জনগণের দাবী ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রামে লিপ্ত ছিলেন। তার আপোষহীন সংগ্রামী ভূমিকা নৌযান শ্রমিকসহ সারাদেশের শ্রমিক-কৃষক-জনগণের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। প্রতাপ উদ্দিন আহম্মদ আজ আমাদের মাঝে নাই কিন্তু তার অমর-অজেয় শিক্ষা শ্রমিক-কৃষক-জনগণের মুক্তি সংগ্রামে প্রেরণা হয়ে থাকবে। তাই আসুন পুঁজির শোষণ ও মালিক গোষ্ঠীর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার পাশাপাশি অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার, গণতান্ত্রিক শ্রম আইন প্রনয়ন, নিম্নতম মজুরী ২০ বিশ হাজার টাকা ঘোষণা, নৌপথে-চাঁদাবাজী-ডাকাতী বন্ধ ও ৪ঠা অক্টোবর ২০১৮ এর ত্রি-পক্ষীয় সিদ্ধান্ত বাস্তবায়ন এর সংগ্রাম বেগবান করার আহ্বান জানানো হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply