২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:২১/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ২:২১ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকী উপলক্ষে মানবাধিকার কাউন্সিল এর চিত্রাংকন প্রতিযোগিতা

     

 

বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম জেলা কমিটির আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শত বার্ষিকী উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা আজ সকাল ১০টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম জেলার সভাপতি সৈয়দ নজরুল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সাবেক ডিআইজি মোস্তফা জামাল উদ্দিন আল-আজাদ, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা। প্রচার ও প্রকাশনা সম্পাদক আবছার উদ্দিন অলি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক জাফর ইকবাল, নুর-ই-আকবর চৌধুরী, ইঞ্জিনিয়ার মোঃ ফারুক হোসাইন, সাইকা পারভীন মিলি, মিজানুর রহমান বাপ্পী, মোঃ ইসহাক, অদিতি ইয়াসমিন, শাহ আলম। প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে সৌমিত্র দাস ১ম স্থান, সৃজনা চৌধুরী ২য় স্থান এবং সেলিমাতুন নাঈম ৩য় স্থান অর্জন করেন। ‘খ’ বিভাগে পূজা বক্শী ১ম স্থান, দরিয়া নুর ২য় স্থান এবং ইশরার ফারিহান আশা ৩য় স্থান অর্জন করেন।

বক্তারা বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ১৭ মার্চ। এইদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং এই দিনকে আরো বর্ণাঢ্য ও আনন্দময় করতে শিশু দিবস ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এখন থেকে প্রতিবছর ১৭ মার্চ সরকারিভাবে জাতীয় শিশুদিবস পালিত হচ্ছে। ১৯২০ থেকে ২০১৯ পর্যন্ত দীর্ঘ এই সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আমাদের এগিয়ে চলার পথকে নতুন করে উজ্জীবিত করেছে। বঙ্গবন্ধুর জন্ম এদেশকে স্বার্থক করেছে। আমরা গর্বিত, আনন্দিত এবং উৎসাহিত এমন একজন মহান ব্যক্তির জন্ম এই বাংলার মাটিতে হয়েছে। বঙ্গবন্ধুর ছোটদের ভালবাসতেন। তাঁর কাছে শিশুরা ছিল আদরের। শিশুদের নিয়ে তাঁর মহৎ চিন্তা-চেতনা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখাতো সব শিশুদের। বঙ্গবন্ধুর জন্ম না হলে হয়তো আমরা লাল সবুজের এই প্রিয় দেশ পেতাম না। বঙ্গবন্ধুর সাফল্যময় বর্ণাঢ্য জীবন, আমাদের চলার পথের অনুপ্রেরণা সাহস এবং ভালবাসা।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply