২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:৪৭/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ১:৪৭ পূর্বাহ্ণ

সুনামগঞ্জে বৃদ্ধ নসু মিয়ার বাড়িতে হামলা ও লুঠতরাজ

     

সুনামগঞ্জ প্রতিনিধি

থানায় অভিযোগ দায়েরের আক্রোশে প্রতিপক্ষীয় সন্ত্রাসীরা এক পরিবারের ঘরবাড়ি কুপিয়ে ক্ষতিসাধন করেছে। ১১ মার্চ সোমবার দিবাগত রাত ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেরীগাঁও কৃষ্ণতলা গ্রামে মৃত হারু মিয়ার পুত্র মো: নসু মিয়া সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান,গত ৮মার্চ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় পূর্ব শত্রুতার জের ধরে বসতঘরে অনধিকার প্রবেশ করে নসু মিয়াকে বেদম মারপিঠক্রমে আহত করে তার নগদ ৩০ হাজার টাকা ও আরো ২০ হাজার টাকার মালামাল ছিনতাই করে নেয় প্রতিপক্ষরা। গুরুতর জখম করে বৃদ্ধ নসু মিয়া সরকার ও ইয়াছিন মিয়াকে। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে জখমী নসু মিয়া সরকার স্থানীয় হালুয়ারগাঁও ভাদারটেক গ্রামের মোস্তফা ওরফে সাইদীর পুত্র ইয়াছিন,জুবায়ের, রানু মিয়ার পুত্র রুবেল,জুয়েল ও মৃত নিজাম উদ্দিনের পুত্র মোস্তফা ওরফে সাইদীর বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ আক্রোশে প্রতিপক্ষরা আরো উত্তেজিত হয়ে অভিযোগকারী নসু মিয়া সরকারকে খুন করার হুমকি দিয়ে তার বাড়িঘর ভেঙ্গে তাকে ভিটেবাড়ি ছাড়া করার জন্য উঠেপড়ে লেগেছে। একের পর এক হামলায় প্রতিপক্ষরা নসু মিয়ার নিরীহ পরিবারটিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ করে চলেছে। থানায় অভিযোগ দায়ের করেও ন্যায় বিচার পাচ্ছেননা তিনি। এদিকে অফিসার ইনচার্জ ওসি মো: শহিদুল্লাহর নির্দেশে, সুনামগঞ্জ সদর থানার এসআই আব্দুল হান্নান মঙ্গলবার সরজমিনে গিয়ে দায়েরকৃত অভিযোগের তদন্ত করেছেন। তিনি অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন,সন্ত্রাসী যেই হউক পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেই।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply