২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:০৭/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৮:০৭ অপরাহ্ণ

নজিপুরে পৌর আইন অমান্য করে নির্মিত বিতর্কিত সেই স্থাপনাটি ভেঙ্গে দিল পৌর কর্তৃপক্ষ

     

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় উপজেলা সদর নজিপুর পৌরসভা এলাকায় পৌরসভার আইন অমান্য করে নির্মিত বিতর্কিত সেই স্থাপনাটি সোমবার ভেঙ্গে দিয়েছে পৌর কর্তৃপক্ষ।

জানাগেছে, নজিপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের ঠুকনিপাড়া চকনিরখীন মোড় এলাকায় ধামইরহাট আড়ানগর এলাকার জাহাঙ্গির আলমের ছেলে জনৈক হাবিবুর রহমান নামের এক ব্যক্তি পৌরসভার আইন অমান্য করে স্থাপনা নির্মান করতে থাকে। সেখানে তার পাশ্ববর্তী জমির মালিকরা পৌরসভার আইন না মেনে ঐ স্থাপনাটি নির্মান হচ্ছে বলে পৌরসভায় অভিযোগ করলে পৌরসভা কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার ঐ কাজ পরিদর্শনে যায় এবং বেআইনি ভাবে ঐ স্থাপনটি নির্মান কাজ চলায় স্থাপনার কাজে নিয়েজিত মিস্ত্রিকে কাজ করতে নিষেধ করলে পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু সহ পৌরকর্মচারী লাঞ্চিত হওয়ার ঘটনা ঘঠে। এব্যাপারে পৌরকর্তৃপক্ষ পত্নীতলা থানায় ঐ দিনই রাতে একটি মামলা দায়ের করে।এঘটনার পর পৌর কর্তৃপক্ষের সিনদ্ধান্ত অনুযায়ী সোমবার বেলা ১১টায় পৌরসভার লোকজন বেআইনি ভাবে নির্মিত উক্ত স্থাপনাটি ভেঙ্গে দিয়েছে বলে পৌর কর্তৃপক্ষ জানায়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply