২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / ভোর ৫:২৪/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৫:২৪ পূর্বাহ্ণ

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চকবাজার শিব মন্দিরে শিব চতুর্দশী ব্রত পালিত

     

সত্যম শিবম সুন্দরম্, সত্যই শিব শিবই সত্য, সত্য এবং শিব দুই সুন্দর- এই ধর্মীয় বাণীগুলোকে সামনে রেখে শিবচতুর্দশী ব্রত উপলক্ষে চকবাজার শিব মন্দির (ব্রজেশ্বর মন্দির)এ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শিবচতুর্দশী ব্রত পালিত হয়। বিকেল পাঁচটা থেকে উপবাস রেখে শিব স্নান করানোর জন্য ভক্ত জনসাধারণের ভিড় বাড়তে থাকে এবং শৃঙ্খলাবদ্ধভাবে পুণ্যার্থীরা শিব স্নান করান। প্রায় তিনশত বছর এর পুরানো এই শিব মন্দিরে প্রত্যেক বছর এই দিনে হাজারো ভক্তের সমাগম ঘটে। বিশৃঙ্খলা এড়াতে মন্দির কর্তৃপক্ষের নিজস্ব স্বেচ্ছাসেবক টিম সার্বক্ষণিক শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকে । এইদিন মন্দির প্রাঙ্গণে সার্বক্ষণিক একটি পর্যবেক্ষণ কক্ষে মন্দির এর পরিচালনা পরিষদের সভাপতি হারাধন মিত্র সাধারণ সম্পাদক রঞ্জন দাশগুপ্ত, আশিস দাশ, দুলাল দাশ, সাধন দুবে, গণেশ দত্ত, স্বপন দাশ, সুখেন্দু দাশ, কাঞ্চন দাশ, বাবুলাল চৌধুরী, স্বপন চৌধুরী ও মন্দিরের সেবায়েত যোতি লাল চৌধুরী উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন তপন চৌধুরি, হিমেল, অর্ণব, প্রিতু,ধীমান সাহা, অভিজিৎ,অমি,ধীমান দুবে, তিথিল দুবে,দীপ দে, তূর্য দে, তন্ময়, ঐন্দ্রিলা, অরুন্ধতী,চন্দ্রদ্যুতি, নয়ন,পলাশ, অদৃশা, অনিক, অর্পিতা,উর্মিলা, সৌম্য,অরিজিৎ, সজীব, নিলয়সহ আরো অনেকে। ব্রত উৎসবে পূজার নৈবদ্য তৈরি করেন দুলু। পৌরহিত্য করেন মন্দিরের পূজারী শিমুল ভট্টাচার্য।

শেয়ার করুনঃ

Leave a Reply