২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:৩৫/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৩:৩৫ পূর্বাহ্ণ

এমপি হিসেবে শপথ নিয়ে দল থেকে বহিষ্কার সুলতান মনসুর

     

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় সুলতান মোহাম্মদ মনসুরকে দল থেকে বহিষ্কার করেছে গণফোরাম। বৃহস্পতিবার বিকালে বৈঠক করে এ সিদ্ধান্ত নেয় গণফোরামের সিনিয়র নেতারা।

বিষয়টি নিশ্চিত করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু। তিনি জানান, দলীয় শৃঙ্খলা বিরোধী ও জাতীয় ঐক্যফ্রন্টের আদর্শবিরোধী কাজ করায় সুলতান মোহাম্মদ মনসুরকে দল থেকে বহিষ্কার করা হলো।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কার্যালয়ে সংসদ সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করেন সুলতান মনসুর। শপথ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

আরো পড়ুন: পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী অন্তরা

মনসুর জানান, আমি ঐক্যফ্রন্টের প্রতিনিধি। জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি হিসেবে আমি সিদ্ধান্ত নিয়েছি। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতার নলেজেই আমি এটা করেছি। দল হিসেবে তারা সিদ্ধান্ত নিতেই পারেন।

সুলতান মনসুর ধানের শীষ প্রতীকে নির্বাচন করে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত হন। নির্বাচনের পর থেকেই শপথ নেওয়ার পক্ষে ছিলেন তিনি। সব খবর জানতে ক্লীক করুন

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply