২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:৪৬/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ২:৪৬ পূর্বাহ্ণ

প্রত্যাশা একটাই-সকল সন্তান যেন মানবিক গুণে গুনান্তিত হয়

     

এদেশের শিক্ষার্থী যেমন বাড়ছে, এদেশে প্রতিষ্ঠান সংখ্যা যেমন বাড়ছে, ভাল মানুষের সংখ্যা তার চাইতে আরো বাড়বে ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষের সংখ্যা বিশ্বের মধ্যে বাড়বে। সকলের প্রতাশা এই ক্যাম্প যেন ভালো মানুষ বাড়াতে পারে সে কামনা করেন। সকল সন্তান যেন মানবিক গুণে গুনান্তিত হয়। “যুব নেতৃত্বে এগিয়ে যাবো, সম্ভাবনার দুয়ার খুলবো” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ও জেলা ইউনিটের পৃষ্ঠপোষকতায় এবং যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের আয়োজনে “৬ষ্ঠ বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যা¤প-২০১৯, চট্টগ্রাম” এর দ্বিতীয় দিনে পতাকা উত্তোলন  আজ ৬ মার্চ চট্টগ্রামের হালিশহরস্থ সরকারী শারীরিক শিক্ষা কলেজ এর মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী শারীরিক শিক্ষা কলেজ এর অধ্যক্ষ পারভিন লায়লা এবং ক্যাম্প প্রধান স্বেচ্ছাসেবক ও ক্যাম্প মার্শাল ইসমাইল হক চৌধুরী ফয়সাল।
বিকেলে প্রেষণামূলক সফলতার গল্প বিষয় বক্তব্য রাখেন এম এ ছালাম, ম্যানেজিং বোর্ড সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও  ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম সিটি ইউনিট। যুবদের আত্মবিশ্বাস এর বিষয়ে বক্তব্য রাখেন মুহাম্মদ জাহিদ রেজা, ইয়ুথ আইকন ও প্রতিষ্ঠাতা ওয়েডিং ডায়েরী। পরবর্তীতে দ্বিতীয় দিনের পতাকা নামানো অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের জাতীয় পতাকা নামান চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ কামাল হোসেন,  ক্যাম্প পতাকা নামান পটিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক এবং রেড ক্রিসেন্ট পতাকা নামান ম্যানেজিং বোর্ড সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও  ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম জেলা ইউনিট ডাঃ শেখ শফিউল আজম। সেই সাথে ৮টি সাব ক্যাম্প পতাকা নামান সরকারী আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জোবাইদা খাতুন, জামালখান কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মান্না বড়ুয়া, নবাব  ফয়েজুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোছাম্মৎ সালমা পারভিন চৌধুরী, খাগড়াছড়ি সরকারি বালিকা চৌধুরী উচ্চ বিদ্যালয় দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, তৃপণা চাকমা, জরিনা মফজল সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ দায়িত্বপ্রাপ্ত, জাহিরুল কাইয়ুম চৌধুরী, কাপাসাগোলা সিটি কর্পোরেশন কলেজ, মোঃ আলী, আলকরণ সুলতান দেওয়ান সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, আরিফুল ইসলাম, গুলজার বেগম সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোঃ আমানত উল্লাহ।
 উক্ত যুব ক্যাম্পে জেলা ও সিটি ইউনিটের আওতাধীন ২০০ টি শিক্ষা প্রতিষ্ঠান ও চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলা হতে প্রায় ২০০০ জন যুব সদস্য ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অংশগ্রহণ করে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply