২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ১:১০/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১:১০ পূর্বাহ্ণ

পাহাড়তলী গালর্স স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে-এমপি দিদারুল আলম

     

 

চট্টগ্রাম ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম দিদার বলেন, পাহাড়তলী এলাকায় নারী শিক্ষাকে প্রসারিত করার লক্ষ্যে ১৯৫০ সালে স্থাপিত ঐতিহ্যবাহী পাহাড়তলী গালর্স স্কুল আজ কলেজে রূপান্তরিত হয়ে আগামীতে এ প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে গড়ার লক্ষ্যে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসতে হবে। ঐতিবাহী এ স্কুল হতে অনেক শিক্ষার্থী দেশ ও বিদেশে নিজ নিজ কর্মগুণে গুণান্বিত হয়ে উচ্চ আসনে অধিষ্টিত। বর্তমানে শিক্ষার্থীরা তাদেরকেও ছাড়িয়ে যেতে হবে বহুদূর। তাই লেখাপড়ার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালী সংস্কৃতি চর্চাকে লালন করতে হবে তোমাদের হৃদয়ের মাঝে। পাহাড়তলী গালর্স স্কুল এ- কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ আহ্বান জানান। কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে গভর্নিং বডির সভাপতি ও ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জহুরুল আলম জসিম শিক্ষার্থী ও অভিভাবকের উদ্দেশ্য সমাপনী বক্তব্যে বলেন, শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি শারিরীক ও মানসিক সুস্থ্য রাখতে খেলাধূলায় মনোযোগী হতে হবে। শিক্ষার্থীদেরকে অনৈতিক কর্মকান্ড হতে দুরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের সচেতন হতে হবে। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিমের স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর আবু তাহের, উপ-বিদ্যালয়ের পরিদর্শক মোহাম্মদ আবু মনছুর ভূঁইয়া। এতে আরো বক্তব্য রাখেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল বাচ্চু, কৈবল্যধাম হাউজিং এস্টেট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আরিফ বিল্লাহ, কলেজ পরিচালনা পরিষদের সদস্য মোঃ আবুল কাশেম, ওমর ফারুক সুমন, মোঃ আলী, মোঃ কামাল উদ্দিন, আবু বক্কর সিদ্দিক, আব্দুল্লাহ আল বাকি, সমাজসেবক মোঃ জাহাঙ্গীর কবির নয়ন, মোঃ সেলিম বাদশা, সাহাব উদ্দিন আরঙ্গজেব, শ্রী খোকন চন্দ্র শীল, মোস্তফা মিয়া, আবু নোমান নাহিদ, শফিকুল ইসলাম ওয়াসিম, সহকারী প্রধান শিক্ষক শাহ মোঃ ইমরান, সহকারী শিক্ষিকা মেহেরুন্নেছা, শিরিন আক্তার, সুরাইয়া বেগম। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া অনুষ্ঠানের সুচনা করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন মনোমুগ্ধকর মার্চপাস্ট ও শারীরিক ক্রীড়া নৈপূর্ণ্য প্রদর্শন করেন। ৫৩টি ইভেন্টে ১ম, ২য় ও ৩য় বিজয়ী সহ কলেজটি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রতিষ্ঠানের সভাপতি আমন্ত্রীত বিশেষ অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরিশেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেসমিন আক্তার রব ও শিউলি রায় চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলোয়াত করেন ফাতেমা আক্তার প্রিয়া।

শেয়ার করুনঃ

Leave a Reply