২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:৩৬/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৭:৩৬ অপরাহ্ণ

খাগড়াছড়ি সদরে ৫ চেয়ারম্যানসহ ১৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

     

 

শংকর চৌধুরী,খাগড়াছড়ি

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ি সদর উপজেলায় ৫ চেয়ারম্যান, ৮ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১৭জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিটার্নিং অফিসার কাজী মোহাম্মদ চাহেল তস্তরীর কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

শুরুতেই খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: শানে আলম দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এসময়,খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুত্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোকনেশ্বর ত্রিপুরা, সহ-সভাপতি সাংবাদিক নুরুল আজম, সাধারণ সম্পাদক চন্দন কুমার দে, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরাসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর পর পরই চেয়ারম্যান পদে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো: নজরুল ইসলাম মাসুদ, পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত বতমান চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা ও অপর এক আঞ্চলিক রাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ‘জেএসএস’ (এম.এন লারমা) সমর্থিত তরুণ আলো দেওয়ান দলীয় নেতৃবৃন্দ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো: আয়নাল হক সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেয়।

এদিকে, ভাইস চেয়ারম্যান পদে জেলা যুবলীগের সহ-সভাপতি মেহেদী হাসান হেলাল, মো: আক্তার হোসেন, বর্তমান ভাইস চেয়ারম্যান রণিক ত্রিপুরা, রুতান চৌধুরী, জাতীয় পার্টির মো: দিদারুল আলম, ফারুক ভূইয়া, জয় কুমার চাকমা এবং মো: আবু হানিফ ছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা মহিলা যুবলীগের আহবায়ক বিউটি রাণী ত্রিপুরা, নিউসা মগ, ছালমা আহসান মৌ এবং মোছাম্মদ নাছিমা বেগম সমর্থকদের সাথে নিয়ে তাদের মনোনয়ন ফরম জমা দেয়।
প্রসঙ্গত, ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে আগামী ১৮ মার্চ খাগড়াছড়ির ৯টি উপজেলার মধ্যে ৮টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২০ ফেব্র“য়ারি বুধবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে প্রতিদ্বন্ধি প্রার্থীদের মনোনয়ন ফরম যাচাই বাছাই করা হবে।

শেয়ার করুনঃ

Leave a Reply