২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:৪০/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৯:৪০ পূর্বাহ্ণ

সুন্দরগঞ্জে সরকারি গাছ পঁচে গেলেও কাঁটার অনুমতি মেলেনি

     

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাছ মরে মাটিতে পড়ে গিয়ে পঁচে যাওয়ার পরও কাটার অনুমতি মেলেনি। মরা গাছ দাঁড়িয়ে রয়েছে রাস্তার উপরে। যে কোন মুহূর্তে ভেঙ্গে পড়তে পারে গাছটি। ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারিগণ। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকে দীর্ঘ ৬ বছর ধরে ২টি মরা গাছের মধ্যে ১টি মাটিতে পড়ে গেছে অপরটি দাঁড়িয়ে আছে ঝুঁকি নিয়ে কিন্তু কর্তৃপক্ষ নিরব। প্রতিদিন মরা গাছের নিচ দিয়ে হাজারও রোগি ও পথচারী চলাচল করছে নির্বিঘ্নে। পথচারিগণ, মসজিদের মুসল্লিগণ এবং রোগির স্বজনরা ঝুঁকি নিয়ে চলছে অবিরাম। কথা হয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইয়াকুব আলী মোড়লের সাথে। তিনি বলেন, গাছটি কাঁটার অনুমতি চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে কয়েক দফা আবেদন করা হলেও আজও মেলেনি অনুমতি। এরই মাঝে একটি গাছ উপড়ে মাটিতে পড়ে গিয়ে পঁচে যাচ্ছে। তারপরও সেটি ব্যবহার করা যাচ্ছে না। স্থানীয় রফিকুল ইসলাম জানান, শুকনো দাঁড়িয়ে থাকা মরা গাছটি যে কোন মুহুর্ত্বে পড়ে গিয়ে যান মালের ক্ষতি সাধন করতে পারে। সামনে বর্ষা মৌসুম ঝড়ো হাওয়ার সম্ভাবণা রয়েছে। সে কারণেই গাছটি কর্তন করা একান্ত প্রয়োজন। এদিকে উপজেলা পরিষদ চত্ত্বরে অফিসার্স ক্লাব সংলগ্ন অপর একটি শুকনো মরা গাছ দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে রয়েছে। সে গাছটিও যে কোন মুহুর্তে ধসে পড়তে পারে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply