২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:৩০/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৩:৩০ পূর্বাহ্ণ

মহাত্মাগান্ধীর ১৫০ তম জন্মজয়ন্তীতে মটরকার র‌্যালী নিয়ে ভারতের প্রতিনিধি দল বাংলাদেশে

     

 

এম ওসমান, যশোর

মহাত্মাগান্ধীর ১৫০ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ভারত-বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে ভারতের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সড়ক দূর্ঘটনা প্রতিরোধে একটি মটরকার র‌্যালী নিয়ে বাংলাদেশে এসেছেন।

রবিবার(১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় বেনাপোল চেকপোস্ট দিয়ে ৩৮ জনের এই প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

এর আগে মটর র‌্যালীটি ১০টি কার নিয়ে বেনাপোল নো-ম্যাান্সল্যান্ডে পৌঁছালে শার্শা উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যবসায়ীরা তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায়। পরে প্রশাসনের বিভিন্ন সংস্থার নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে ঢাকার উদ্দেশ্যে নেওয়া হয়। সেখান থেকে আগরতলা হয়ে র‌্যালীটি ভারতে ফিরে যাবে বলে জানা যায়।

কালিনগা মটরস ইস্পোর্টস এর সাধারণ সম্পাদক রামেশ মহাপাত্রের নেতৃত্বে কার র‌্যালীতে ৩৮ জন ভ্রমনকারীর মধ্যে ব্যবসায়ীসহ সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা রয়েছেন।

বেনাপোলে অতিথীদের আমন্ত্রনে সম্বর্ধনা জানাতে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডোল, ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট-এক্সপোর্ট সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান ও বাংলাদেশ স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) সঞ্জয় বড়ই প্রমুখ।

ভ্রমনকারীরা বলেন, মহাত্মাগান্ধীর ১৫০ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে এ র‌্যালীর মাধ্যমে একদিকে তারা সড়ক দূর্ঘটনা প্রতিরোধে মানুষকে যেমন সচেতন করতে পারবেন তেমনি এ র‌্যালীতে দু’দেশের মধ্যে বাণিজ্যিক ও বন্ধুত্বপূর্ণ সু-সম্পর্ক বাড়বে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply