১৯ মার্চ ২০২৪ / ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ১:২২/ মঙ্গলবার
মার্চ ১৯, ২০২৪ ১:২২ অপরাহ্ণ

একুশ

     

লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই

২১ হল রক্তেভেজা ভাষা শহীদদের সংগ্রাম
২১ হল সালাম বরকত রফিক জব্বারের প্রাণের দাম
২১ হল বাংলাদেশের কোটি মানুষের অহংকার
২১ হল মাতৃভাষাকে রক্ষা করার অঙ্গীকার ।

২১হলভাষা আন্দোলনের প্রথম লগ্নের সূচনা
২১হল মুক্তি সংগ্রামের পথে প্রাথমিক বীজ বুনা
২১হল ভাষার জন্য বিসর্জন দেওয়া প্রথম বলিদান
২১হল ভোরবেলা খালি পায়ে হাঁটা প্রভাত ফেরির গান।

২১হল ৫২’র ভাষা আন্দোলনের পরিচয়
২১হল সবার চেতনা মানছে বিশ্বময়
২১ হল বীর বাঙ্গালীর রক্তে ধোয়া যন্ত্রণা
২১ হল সেই একুশ-যাদের কন্ঠে ধ্বনিত হয়েছিল
“রাষ্ট্রভাষা বংলা ছাড়া উর্দূ হবে না”।

২১ হল যৌবন প্রাণে তেজে উঠা সেই রক্ত
২১ হল মাতৃভাষাকে ছিনিয়ে আনার অক্ত
২১ হল শপথ নেওয়া শাণিত ছুরির ধার
২১ হল গর্জে ওঠা স্বাধীন হওয়া বাংলার।

২১ হল মিছিলে মিছিলে মুখরিত সেই স্লোগান
২১ হল সেই মিছিলে ঝরে পরা তাজা প্রাণ
২১ হল তাজা রক্তে রঞ্জিত রাজপথ
২১ হল প্রতিশোধ নেওয়ার একমাত্র পথ।

২১ হল ভেঙ্গেফেলা সেই ১৪৪ ধারা
২১ হল রাজবন্দিদের মুক্তি করার তাড়া
২১ হল পোষ্টার হাতে ভাষার দাবি জানা
২১ হল প্ল্যাকার্ডে ব্যানারে ভাষাকে ছিনিয়ে আনা।

২১ হল বক্তৃতা দেওয়া দীপ্ত কন্ঠস্বর
২১ হল ভাষার দাবি আজো অবিনশ্বর
২১ হল গুলি মর্টার মেশিনগানের আওয়াজ
২১ হল রাস্তায় পরে থাকা ছাত্র জনতার লাশ।

২১ হল পুলিশি আঘাত লাঠিচার্জ আর ধাওয়া
২১ হল টিয়ার গ্যাসের চোখ ধাঁধানো ধোঁয়া
২১ হল বুলেটের আঘাতে হারিয়ে যাওয়া প্রাণ
২১ হল বোনের মুখে ভাই হারানোর গান।

২১ হল ভাইয়ের রক্তে ভেজা মাটি ঘাস
২১ হল মায়ের কোলের ছেলে হারানোর ত্রাস
২১ হল ফাগুন মাসের রক্ত বন্যার ঢেউ
২১ হল ভাষার শক্তি ভুলে যাবেনাতো কেউ।

২১ হল যুদ্ধ করা রক্ত¯œাত মাস
২১ হল টগবগিয়ে ছোটার দীর্ঘশ্বাস
২১ হল তপÍ বুকের রক্ত নদীর বান
২১ হল দু:সহ স্মৃতি আজো চির অম্লান।

২১ হল মায়ের বোনের অশ্র“ ঝরা কান্না
২১ হল ছেলে হারা মায়ের একমাত্র স¦ান্তনা
২১ হল বেঁচে থাকার অদম্য চেতনা
২১ হল ভাষাকে আজ ফিরে পাবার প্রেরনা।

২১ হল হঠাৎ করে থমকে যাওয়া শহর
২১ হল ভোর হওয়া সেই আলোকছটার প্রহর
২১ হল রাতের শেষে কুয়াশা ভেজা সকাল
২১ হল সূর্যাস্তের গোধুলী লগ্ন বিকাল।

২১ হল মায়ের বুকের বুক ফাটা কান্নার আওয়াজ
২১ হল ভাষার জন্য প্রাণ বিলানোর রেওয়াজ
২১ হলমুক্ত বাতাসে জুড়িয়ে যাওয়া প্রাণ
২১ হল মনের ভাষাকে ব্যক্ত করার শান।

২১ হল পদ্মা মেঘনার উজান ভাটির টান
২১ হল নদী সাগরের হিল্লোল বহমান
২১ হল পাহাড়ের বুকে সবুজের ছায়ারাশি
২১ হল মহাসাগরের বি¯তৃর্ন জলরাশি।

২১ হল পথে ঘাটে মাঠে অবাধ স্বাধীনতা
২১ হল এগিয়ে যওয়ার উন্মুক্ত প্রবণতা
২১ হল ছন্দ মেলানো কবিতা লেখার পংক্তি
২১ হল ভাষাকে আজ ফুটিয়ে তোলার শক্তি।

২১ হল নিজের ভাষায় বলার স্বাধীনতা
২১ হল প্রাণ খুলে হাসার প্রবণতা
২১ হল জয়ী হওয়া গৌরবময় সেইদিন
২১ হলগান গেয়ে যাবার আনন্দময় বীণ।

২১ হল অমর একুশ ভুলে যাবার নয়
২১ হল মা বলে ডাকার প্রথম পরিচয়
২১ হল শিশুর মুখে আধো আধো বোল
২১ হল পরশ বুলানো মায়ের নরম কোল।

২১ হল আব্দুল গাফ্ফার চৌধুরীর রচিত অমর গান
২১ হল ভোরের হাওয়ায় পাখির কলতান
২১ হল শহীদ মিনারে রঙ্গীন ফুলের সাজ
২১ হল প্যারেড ময়দানের অভিবাদন কুচকাওয়াজ।

২১ হল মুক্ত প্রানের কথা বলার ভাষা
২১ হল লাল সবুজের পতাকা ওড়ানোর আশা
২১ হল অকালে হারানো অনেক গুনীর প্রাণ
২১ হল সারা বিশ্বে আমার দেশের সম্মান।

২১ হল ১৯৯৬ পর্যন্ত বাংলার অহংকার
২১ হল ১৯৯৭ থেকে বিশ্বের আপামর জনতার
২১ হল পৃথিবীতে মাতৃভাষার বন্ধন
২১ হল বিশ্ব জনতার হৃদয়ের স্পন্দন।

২১ হল বাংলাদেশের প্রথম সূর্যোদয়
২১ হল বিশ্বের বুকে অমর অক্ষয়
২১ হল পৃথিবীতে আজ কথা বলার প্রাণ
২১ হল অমর একুশ জানাই তোমায় সালাম।

শেয়ার করুনঃ

Leave a Reply