২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:৪২/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১১:৪২ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ’র ইন্তেকাল শোক প্রকাশ

     

 

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক এড. আব্দুর রশিদের বড়ভাই ও এড. মনিরুজ্জামান সুমন’র পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফারুক আহমদ (৬৭) গত ৮ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৯.৩০ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না…..রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখেযান। মরহুমের নামাজে জানাজা ৯ ফেব্রুয়ারি শনিবার বাদে জোহর পটিয়া উত্তর খরনা ফকির পাড়া বদর আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফারুক আহমদের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন- জাতীয় সংসদের হুইপ চট্টগ্রাম-১২ আসনের মাননীয় সংসদ আলহাজ্ব শামসুল হক চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সেলিম নবী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারুনুর রশিদ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সাবেক সভাপতি এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক এড. নাজিম উদ্দিন, ফিউশন গ্রুপের চেয়ারম্যান সোহেল রানা, বদর আউলিয়া কমপ্লেক্সের উপদেষ্ঠা আব্দুল জাব্বার, সচিব মিয়া মোহাম্মদ বাদশা, বদর আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মীর কাসেম, সচিব এস.এম জয়নাল আবেদীন জেহাদী, এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি মফিজুর রহমান, সিদ্দিক আহমদ তলোয়ার বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এড. সৈয়দ মোক্তার আহমদ। উল্লেখ্য যে, বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ ফকির পাড়া বদর আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, বদর আউলিয়া কমপ্লেক্সের প্রধান উপদেষ্ঠা, গাউসিয়া কমিটি পটিয়া উপজেলার সহ-সভাপতি, খরনা ইউনিয়ন শাখার সভাপতি সহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply