১৬ এপ্রিল ২০২৪ / ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:০৫/ মঙ্গলবার
এপ্রিল ১৬, ২০২৪ ১১:০৫ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দর কলেজের আন্ত: হাউস বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

     

 

চট্টগ্রাম বন্দর কলেজের আন্ত: হাউস বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৯ এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান আজ ১১ ফেব্রুয়ারি বেলা ১১.০০ টায় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এর শুভ উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম বন্দর কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম চৌধুরী। কলেজের প্রভাষক গাজী আকবর হোসেনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন আন্ত: হাউস বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৯ প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. হাবিবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর কলেজের উপাধ্যক্ষ মিতালী পালিত। এতে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। ১১ ফেব্রুয়ারি শুরু হওয়া ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এর মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিভিন্ন ইভেন্টে ছাত্রদের মধ্যে হাউস ভিত্তিক বাছাই ও প্রতিযোগিতা চলবে।
আন্ত: হাউস বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করে বন্দর কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম চৌধুরী বলেন, হাউস ভিত্তিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বড় ও কালারফুল আয়োজন। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে প্রতিভা বিকাশ ঘটে এবং সহ-শিক্ষা কার্যক্রম ত্বরান্বিত হয়। অন্ধকার দূরীভূত করার লক্ষ্যে ছাত্রদেরকে কো-কারিকুলার কার্যক্রমে সক্রিয় ও গতিশীল হওয়ার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply