১৯ মার্চ ২০২৪ / ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সকাল ৯:০২/ মঙ্গলবার
মার্চ ১৯, ২০২৪ ৯:০২ পূর্বাহ্ণ

শুন্যমন – নুর নাহার নিপা

     

আহ্ কী দুরন্ত কাল বৈশাখী
হাওয়া!
হৃদয়ের গোপন ঘরে বিষাদে
কুঁকড়ে যায়
মুরগীর মাথার টুকটুকে লাল
ঝুটির মত।

আমার সু-কোমল হৃদপিন্ড
শরীরে অজানা শিহরন জাগে!
একাকী মন নীরবে কাঁদে ছাঁড়ে
দীর্ঘশ্বাস।

বিচ্ছেদের করুন সুর বাজে
জলে-স্থলে আকাশে বাতাসে
কোথায় গোপনে রয়েছো লুকিয়ে।

দিবারাত্রি বুকের পাঁজর জুড়ে
চিনচিন ব্যথা
জীবনটা নির্থক খুঁড়ে পায় না
কোন যুক্তি

অবুজ কুয়াশা মুখ লুকায়
অন্ধকারের বুকে
নীল সাগরে ভাসে অদৃশ্য
আমোদ।

যেটুকু আমার সে টুকুই চাই
শুধু নিরীহ ভালবাসা জেগে
ওঠে হৃদয় সুমদ্রের তীরে
নির্মমতার চাদর জড়িয়ে
মৃত্তিকার বিবর্ন প্রাণে প্লাবন নামে
আজ তুমি ছাড়া শুন্য আমার

শেয়ার করুনঃ

Leave a Reply