১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:৪৩/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৭:৪৩ পূর্বাহ্ণ

কর্ণফুলী পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে

     

 

কর্ণফুলীর উত্তর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানে চলছে । তবে, অভিযানের আগেই নদীর পাড়ের অবৈধ কাঁচা, সেমিপাকা, পাকা স্থাপনা সরিয়ে নেন। ক্রেন, গ্যাস কাটার, শ্রমিক দিয়ে নিজ নিজ স্থাপনা সরিয়ে নিচ্ছে অনেক প্রভাবশালী।

সোমবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সদরঘাট থেকে অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তাহমিলুর রহমান। তিনি বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর। তিনদিন সার্ভে করেছি। একসঙ্গে অভিযান চালাবো। প্রথমে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হবে। কোনো লোক আছে কিনা তল্লাশি করবো। এরপর ভাঙা হবে। দিনের আলো থাকা পর্যন্ত অভিযান চলবে।

প্রসঙ্গত, উচ্ছেদ অভিযানে র‌্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অংশ নিচ্ছেন। অবৈধ স্থাপনা ভাঙার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) বুলডোজার, স্ক্যাভেটার, পে-লোডার, ট্রাকসহ সরঞ্জাম দিয়েছে। ১০০ শ্রমিক উচ্ছেদ অভিযানে অবৈধ স্থাপনা ভাঙার কাজ করছেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply