২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:৩৬/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ১১:৩৬ পূর্বাহ্ণ

পতেঙ্গা আইডিয়াল কলেজের মতবিনিময় সভা জনগণকে সম্পৃক্ত করে সুশিক্ষা্ই এগিয়ে নিতে সচেতনতা মূলক কর্মসূচির আহবান

     

নগীর পতেঙ্গা থানাধীন সী-বিচ রোডে নিরীবিলি পরিবেশে অভিজ্ঞ শিক্ষক -শিক্ষীকা মন্ডলীদ্বারা পরিচালিত পতেঙ্গা আইডিয়াল কলেজের এক মতবিনিময় সভা গত ৩রা মে বৃহস্পতিবার রাত্র সাড়ে ৮টায় কাটগরস্থ একটি রেস্তোরায় কলেজের গর্ভনিং বডির সভাপতি ও ৪০নং উত্তর পতেঙ্গা ওয়ার্ড কাউন্সিলর হাজী জয়নাল আবেদীনের সভাপতিত্বে ।মতবিনিময় সভার অনুষ্ঠানের প্রধান অতিথি ৪১নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ছালেহ আহম্মদ চৌধুরী।
অধ্যক্ষে এস.এম দিদারুল আলমের পরিচালনায়ে সভাতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের আহবায়ক এম,এ বকর,কলেজ কমিটির উপদেষ্টা এম.এ হাই,প্রধান শিক্ষক-হাফিজুর রহমান,সী-বিচ দোকান মালিক সমিতির সভাপতি মাষ্টার ওয়াহিদুল আলম,বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের মহাসচিব এসম.এম. লুৎফুর রহমান,সৈয়দ জামাল উদ্দিন,সুশীল সমাজের অভিভাবক জহির উদ্দিন জহুর,সাংবাদিক বাবুল হোসেন বাবলা, আব্দুল্লাহ আল মামুন,ডাঃ শাহজাহান আলী,শিক্ষক ওমর ফারুক জয়,মোঃ ফারুখ আলম সহ বন্দরপতেঙ্গা অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগন।
প্রধান অতিথি ছালেহ আহম্মদ তার বক্তব্যে,জনগণ কে সম্পৃক্ত করে শিক্ষা কে এগিয়ে নিতে সচেতনতা মূলক কার্যক্রম করে এলাকায় এই কলেজের ব্যাপক পরিচিত ঘটাতে হেব।প্রয়োজনে সকলের দ্বারে দ্বারে ছাত্র –ছাত্রী ভর্তির জন্য গণমুখি ক্যাম্পায়ন করার বিশেষ পরামর্শ দেন এবং স্কুল ও কলেজের পরিবেশ বজায় রাখতে আহবান জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply