২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:৩৫/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৫:৩৫ পূর্বাহ্ণ

সাদার্ন বিশ্ববিদ্যালয়ে “ক্যারিয়ার টক” অনুষ্ঠিত

     

সাদার্ন ক্যারিয়ার ক্লাবের আয়োজনে এবং বিএলএলএস ও এইচআর সল্যুশনের এর সহযোগিতায় ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান “ক্যারিয়ার টক” অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বদলে যাওয়ার গল্প শুনিয়ে শিক্ষার্থীদের উদ্ভুদ্ধ করতে সাদার্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ৩৬তম বিসিএস ক্যাডার কর্মকর্তা প্রকাশ কুমার দেবনাথ এবং পূবালী ব্যাংক লিমিটেড এর রিজিওনাল আইটি ইঞ্জিনিয়ার ওমর ফারুক চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাদার্ন ক্যারিয়ার ক্লাবের ডেপুটি ডিরেক্টর রেজওয়ান রাজন, বাংলাদেশ লয়ার্স এন্ড ল স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগ শাখার সভাপতি আরফাতুল ইসলাম সহ সাবেক এবং বর্তমান শিক্ষার্থীবৃন্দ। বিসিএস এবং ব্যাংকিং ক্যরিয়ার নিয়ে সাজানো ছিলো পুরো আনুষ্ঠানটি। আলোচনায় প্রকাশ কুমার দেবনাথ বিসিএস পরীক্ষার প্রস্তুতি, ক্যাডার চয়েস, প্রিলিমিনারী ও লিখিত পরীক্ষার পদ্মতি, বিভিন্ন বিষয়ে টিপস ও টেকনিকস, আইকিউ টেস্টের খুঁটিনাটি নিয়ে আলোচনা করেন। ব্যাংকিং ক্যারিয়ারে নিজের জীবনের অভিজ্ঞতা, ব্যাংকিং ক্যারিয়ার শুরুর করার বিভিন্ন নির্দেশনা ও প্রস্তুতি, পরীক্ষা পদ্মতি, সফট স্কিলস ডেভেলপমেন্ট এবং এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস নিয়ে আলোচনা করেন পূবালী ব্যাংক লিমিটেডের রিজিওনাল আইটি ইঞ্জিনিয়ার ওমর ফারুক চৌধুরী। আলেচকবৃন্দ বলেন, সাদার্ন বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী একাডেমিক পড়া লেখা শেষ করে বিসিএস কিংবা ব্যাংক জবের মত প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষাগুলোতে বেশীরভাগ শিক্ষার্থীদের অংশগ্রহণ করা উচিত। একাডেমিক ক্যারিয়ার শেষে হন্যে হয়ে চাকরি খুঁজে হতাশায় না ভুগে সঠিকভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নিলে সফল হওয়া সম্ভব। অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক আইন বিভাগের সাবেক ছাত্র আরফাতুল ইসলাম তার বক্তব্যে অনুপ্রেরণা এবং সহযোগিতা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার জনাব সরওয়ার জাহানকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পরবর্তীতে আরও ক্যারিয়ার বিষয়ক অনুষ্ঠান করার আশাবাদ ব্যক্তব্যে করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজওয়ান রাজন এবং অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন আইন বিভাগের ছাত্র মোহাম্মদ ফয়সাল।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply