২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:০৮/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৮:০৮ অপরাহ্ণ

পটিয়া উপজেলা থেকে এস.এম আনছার উল্লাহ ভাইস-চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহী

     

 পটিয়া প্রতিনিধি 

চট্টগ্রাম মহানগরীর ব্যারিষ্টার সুলতান আহমদ চৌধুরী ডিগ্রী কলেজ এর সাবেক ভি.পি. (১৯৮৫-৮৭) পটিয়ার কৃতি সন্তান ৮০’র দশকের পটিয়া সরকারী কলেজ ছাত্রলীগ নেতা এস.এম. আনছার উল্লাহ আসন্ন উপজেলা নির্বাচনে পটিয়া থেকে ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হতে ইচ্ছুক। তাঁর ছাত্র রাজনীতির প্রেক্ষাপট পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের গণ্ডী ১৯৭৮ ইং সালের পর থেকেই তৎপরবর্তী ৭৯-৮০ইং পটিয়া কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষাত্তোর পরই বাবা সরকারি চাকুরির সুবাদে ‘পোষ্ট মাষ্টার’ হিসাবে বদলির কারণে কক্সবাজার কলেজে ট্রান্সফার হয়। তখনই কক্সবাজার কলেজে হেলাল-মুজিব পরিষদের পক্ষে টাইগার ক্লাবের সক্রিয় সদস্য নিযুক্ত হন। ১৯৮১ সালে ঐ বছরই শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের পোষ্টারিং মিছিলের হাতেকড়ি রাস্তার আন্দোলনে সক্রিয় হয়। ১৯৭১ সালে তিনি পটিয়া সরকারি পিটিআই সংলগ্ন পাক বাহিনীর ক্যাম্প থাকা কালীন প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়রনরত ছিলেন যুদ্ধ চলাকলিন সময়ে। এরপর ১৯৮৩ সালে তিনি চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনষ্টিটিউটে ইলেক্ট্রনিক্স এর ট্রেড কোর্স ‘এ’গ্রেডে পাশ করেন। পরবর্তীতে চট্টগ্রামে অবস্থিত ফয়েজ লেক আনসার ক্যাম্প থেকে দক্ষতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করেন। তৎ পরিবর্তে চট্টগ্রাম মহানগরীর ব্যারিষ্টার সুলতান আহমদ চৌধুরী ডিগ্রী কলেজ থেকে বাণিজ্য বিভাগ প্রথম ব্যাচ ১৯৮৫-৮৭ সালে ইন্টারমিডিয়েট সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা সিটি কলেজ এর অধিনে উন্মক্ত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে ডিগ্রী নেন। তৎ সময়ে মান্নান-মহিউদ্দিন চৌধুরীর আ’লীগ পরিবারের তত্ত্বাবধানে মহানগর ছাত্রলীগে সংশ্লিষ্ট ছিলেন। ১৯৯০ এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে মহানগরীর বন্দর, হালিশহর, পতেঙ্গায় ছাত্র নেতৃত্বে দায়িত্বেও ছিলেন তিনি। পরবর্তীতে তিনি জেদ্দা, মক্কায় কর্মরতবস্থায় পবিত্র ওমরাহ পালন করেন। এরপর পটিয়া পৌর আ’লীগ ও স্থানীয় সামাজিক সংগঠনে যুক্ত হন। তিনি বিভিন্ন সময়ে ঘরে-বাইরে ষড়যন্ত্রমূলক মামলায় কারা বরণও করেন। বর্তমানে তিনি পটিয়া পৌর সভার পটিয়া সদর ৭ নং ওয়ার্ডের আ’লীগের নেতৃত্বে অগ্রণী ভূমিকায় আছেন। তিনি প.ল.গ, বা.স.প সহ অনেক প্রিন্টিং মিডিয়ার সাথে জড়িত। ব্যক্তিগত ভাবে তিনি ১ কন্যা সন্তান ও ১ ছেলের পিতা হন। তিনি প্রখ্যাত হোমিও চিকিৎসক হাজী ডা. আব্দু সাত্তার এর নাতি, এস.এ.নূর স্কুলের প্রতিষ্ঠাতা সাবেক সচিব এ.কে. এম আহসান উল্লাহর ভাগ্নি ঘরের সন্তান এবং জিপিও অবসর প্রাপ্ত পোষ্ট মাষ্টার মরহুম হাজী মোহাম্মদ সাইদ ও আলহাজীন মরহুমা মমতাজ বেগমের ৫ম পুত্র। বড় ভাই ইঞ্জিনিয়ার আলমগীর, মেজ ভাই ড. এস.এম. আকবর, ইউভিকো ব্যাংকের এমডি, তৃতীয় ভাই চট্টগ্রাম ওয়াসায় কর্মরত, ছোট ভাই রিলায়েন্স জেনারেল ইন্সুরেন্স এর এক্সিকিউটিভ ডাইরেক্টর এস.এম. ওমর।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply