২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ৯:৪৬/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৯:৪৬ অপরাহ্ণ

ছৈয়দ জালাল উদ্দিন (রহ.)’র জানাজায় লক্ষ লক্ষ মানুষের ঢল

     

চট্টগ্রাম নগরীর হালিশহর দরবার শরীফের সাজ্জাদানশীন রাহনুমায়ে শরিয়ত ও তরিকত আলহাজ্ব মাওলানা কাজী ছৈয়দ শামসুল হক মুহাম্মদ জালাল উদ্দিন (রহ.) ৮২ বছর বয়সে গত ১৫ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৪.৩০ টায় ঢাকার এপোলো হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না….রাজেউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনি, আত্মিয়স্বজন সহ অসংখ্য ভক্ত মুরিদান রেখে যান। মরহুমের নামাজে জানাজা ১৬ জানুয়ারি বুধবার বেলা ২টায় চট্টগ্রাম হালিশহর মুনির নগর দরবার শরীফ সংলগ্ন সমুদ্র পাড়ে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন হুজুরের বড় সাহেবজাদা বর্তমান দরবার শরীফের খেলাফত প্রাপ্ত সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ মুহাম্মদ মুনিরুল হক (ম.জি.আ.)। জানাজায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন, সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলম, ডা. আফসারুল আমিন এম.পি, এম.এ লতিফ এম.পি, দিদারুল আলম এম.পি, আহলে সুন্নাত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক এম.এ মতিন, বিভিন্ন দরবারের সাজ্জাদানশীন, রাজনৈতিক, সামাজিক, সরকারী বেসরকারী কর্মকর্তাসহ লক্ষ লক্ষ মুরিদান ও আশেকবৃন্দের ঢল। আল্লামা ছৈয়দ জালাল উদ্দিনের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমী, আল আমিন হাশেমি দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা কাজী শাহেদুর রহমান হাশেমী, আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব মোহাম্মদ ইয়াছিন, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব নিজামুল আলম রাজু, আলহাজ্ব সরওয়ার আলম, পটিয়া শাহ মালেকিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত গোলাম মর্তুজা মুহাম্মদ ইয়াহিয়া আল-মালেকী, সুন্নি জগৎ প্রধান সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুর হোসাইন, সম্পাদক রেজাউল করিম তালুকদার, নির্বাহী সম্পাদক আলমগীর বঈদী, আল্লামা দোস্ত মোহাম্মদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ জুন নুরাইন, সুলতানুল আউলিয়া হযরত হাফেজ সৈয়দ মুনিরুদ্দিন নুরুল্লাহ (রা.) এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক, অভিভাববক ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, আল্লামা ছৈয়দ মোহাম্মদ জালাল উদ্দিন (রহ.) হালিশহর দরবার শরীফের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ খাজায়ে বাংলা, সোলতানুল আউলিয়া, হযরত ছৈয়দ মোহাম্মদ মুনির উদ্দিন (রহ.) বড় নাতি এবং পীরে মোকাম্মেল, কুতুবুল আকতাব হযরত মাওলানা কাজী ছৈয়দ মুহাম্মদ ছেরাজুল মোস্তফা (রহ.)’র বড় পুত্র।

শেয়ার করুনঃ

Leave a Reply