২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ৯:৪৩/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৯:৪৩ অপরাহ্ণ

অনলাইনের জন্য একটা নীতিমালা হচ্ছে, রেজিস্ট্রেশনের জন্য ব্যবস্থা হচ্ছে-তথ্যমন্ত্রী

     

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অনেক ভুঁইফোঁড় অনলাইন সংবাদ মাধ্যম তৈরি হয়েছে। তারা অনেক সময় ভুল সংবাদ পরিবেশন করে। এতে অনেকের চরিত্র হননের ঘটনা ঘটে। অনলাইনে সঠিক ও সত্য সংবাদ পরিবেশনের জন্য নীতিমালা করা হচ্ছে। পাশাপাশি অনলাইন টেলিভিশনের নীতিমালাও করা হবে। তবে একটু সময় লাগবে। এক্ষেত্রে সংবাদিকদের সহযোগিতা আশা করছি।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) নগরের সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। এর আগে সকাল ১০টায় রিজেন্ট এয়ারের একটি ফ্লাইটে করে চট্টগ্রামে আসেন মন্ত্রী।

সংবাদপত্রের মালিকরা ওয়েজবোর্ড আসলেই বাস্তবায়ন করেন কিনা সেটি তদারকি করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ওয়েজবোর্ড বাস্তবায়ন করার ঘোষণা দিয়ে কেউ না করলে সেটি আমরা তদারকি করবো। আসলে ওয়েজবোর্ড বাস্তবায়ন করা হচ্ছে নাকি হচ্ছে না তা দেখবো।’

হাছান মাহমুদ বলেন, ‘ওয়েজবোর্ডে টেলিভেশন সাংবাদিকতা নেই। টেলিভেশন সাংবাদিকতাকেও ওয়েজবোর্ডে আনা উচিত। খুব শিগগির আমরা এই বিষয়টি নিয়ে কাজ শুরু করবো।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘ভুঁইফোড় অনলাইন বন্ধের বিষয়ে আমি  ১৪ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে বলেছি। তবে বর্তমানে সারা বিশ্বে অনলাইন মিডিয়া যেভাবে বিস্তৃতি লাভ করেছে এই বিস্তৃতি বন্ধ করা সঠিক নয়। কিন্তু এগুলো যাতে সঠিকভাবে হয়, নিয়মনীতির মধ্যে থেকে কাজ করে সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘অনলাইনের জন্য একটা নীতিমালা হচ্ছে, রেজিস্ট্রেশনের জন্য ব্যবস্থা হচ্ছে।নীতিমালার মাধ্যমে যখন রেজিস্ট্রেশনের ব্যবস্থা হবে, তখন ভুঁইফোড় অনলাইন যেগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাবে, কমে যাবে।’

হাছান মাহমুদ বলেন, ‘আমরা অনলাইন টেলিভেশনেরও রেজিস্ট্রেশন নেওয়ার ব্যবস্থা করবো। অনুমোদন ছাড়া, অনুমোদনবিহীন যে কেউ একটা অনলাইন টেলিভেশন খুলে রাখবে এটি হতে পারে না।’

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে হাছান মাহমুদ বলেন, ‘ডিজিটাল আইন নিয়ে সাংবাদিকদের মধ্যে উদ্বেগ কাজ করছে। এই উদ্বেগ কমিয়ে আনতে আমরা কাজ করবো।’

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের প্রসঙ্গ তুলে তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র ৬ ঘণ্টা সম্প্রচার করে। খুব শিগগির এটিকে ১২ ঘণ্টায় উন্নীত করা হবে। কয়েক মাসের মধ্যে এটি করা হবে। এছাড়া বিটিভি চট্টগ্রাম এখন ক্যাবল চ্যানেল। খুব শিগগির এটিকে টেলিস্টোরিয়াল চ্যানেলে রূপান্তর করা হবে। যাতে সারাদেশ থেকে মানুষ দেখতে পারে।

অনুষ্ঠানে সিটি মেয়র আজম নাছির ঘোষণা দেন, ‘২৯ জানুয়ারি চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে চট্টগ্রাম থেকে মন্ত্রী হওয়া চার জনকে লালদিঘী মাঠে সংবর্ধনা প্রদান করা হবে। এর দুই দিন পর ৩১ জানুয়ারি প্রয়াত নেতা সৈয়দ আশরাফের স্মরণে সভার আয়োজন করা হবে।’

অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালামসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

Leave a Reply