২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:৩৮/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৮:৩৮ পূর্বাহ্ণ

আশরাফের জন্য কাঁদলেন নাসিম

     

সদ্য প্রয়াত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বিষয়ে কথা বলতে গিয়ে কাঁদলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ শুক্রবার একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘সৈয়দ আশরাফ ছিলেন আমার আপন ভাইয়ের মতো। আমার আপন ভাই চলে গেছেন।’

সৈয়দ আশরাফুল ইসলামের স্মৃতিচারণ করার সময় কান্নারত চোখে নাসিম বলেন, ‘শহীদ চার নেতা দেশের জন্য জীবন দিয়েছেন। সৈয়দ আশরাফ সবসময় রাজনীতির সংকটের সময়ে সাহস ও নিষ্ঠা সহকারে কাজ করেছেন। দীর্ঘদিন ধরে তিনি একটা রোগে আক্রান্ত ছিলেন। প্রধানমন্ত্রী তার চিকিৎসার পুরো ব্যবস্থা করেছেন। সৈয়দ আশরাফকে আমরা হারিয়েছি, আমি যেন আমার নিজের ভাইকে হারিয়েছি। রাজনৈতিক জীবনে সৈয়দ আশরাফের নিষ্ঠা এবং সাহস দেশের মানুষ সবসময় মনে রাখবে। আমরা তাকে শ্রদ্ধা জানাচ্ছি।’

উল্লেখ্য, মোহাম্মদ নাসিম এবং সৈয়দ আশরাফুল ইসলামের বাবা দুজনই ১৯৭৫ সালের ৩ নভেম্বর তৎকালীন ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঘাতকের হাতে নিহত হন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply