২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৪:১৪/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৪:১৪ অপরাহ্ণ

১৯৯ রানের জয়ের লক্ষ্যে খেলছে বাংলাদেশ

     

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের জন্য ১৯৯ রানের লক্ষ্যে খেলছে বাংলাদেশ। ইনিংসের গোড়াপত্তন করতে মাঠে নেমেছেন তামিম ইকবাল ও লিটন দাস। দুই ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১৪ রান।

শুক্রবার দুপুরে টস হেরে শুরুতে ব্যাট করে ৯ উইকেটে ১৯৮ রান করে। একদিকে ওপেনার শাই হোপ লড়াই করে ১০৮ রানে অপরাজিত থাকেন। অপরদিকে চলে আসা যাওয়ার পালা। সেই আসা যাওয়ার মিছিলে শামিল হন ৮ ব্যাটসম্যান। যার মধ্যে মারলন স্যামুয়েলসের ১৯ রানই সেরা সংগ্রহ।

হোপ ৯টি চার ও একটি ছক্কার মারে ১৩১ বলে ১০৮ রানের দারুণ এক ইনিংস খেলেন। এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচে ঢাকাতেও সেঞ্চুরি করে ক্যারিবীয়দের ম্যাচ জেতান হোপ। অপরদিকে দেবেন্দ্র বিষু অপরাজিত থাকেন ৬ রান করে।

মিরাজ মাত্র ২৯ রানের ব্যবধানে চারটি উইকেট নেন। এটি ওয়ানডেতে তার ক্যারিয়ার সেরা বোলিং। এছাড়া সাকিব ও মাশরাফি দুটি করে উইকেট নেন। আর বাকি এক উইকেট নেন সাইফ উদ্দিন।

মিরপুরে সিরিজের প্রথম দুই ম্যাচের একটি করে জিতেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তাই এই ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে। এই ম্যাচে যারা জয় পাবে সিরিজ ট্রফি যাবে তাদের ঘরেই।

শেয়ার করুনঃ

Leave a Reply