১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১০:২৩/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১০:২৩ অপরাহ্ণ

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

     

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইউসুফ জালাল বাহাদুর (৩২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে টেকনাফ সদরের ছোট হাবিব পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ ওই এলাকার খলিলুর রহমানের ছেলে।  টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, মাদক মামলার আসামি জালাল ইউসুফ বাহাদুরকে আটক করে পুলিশ। পরে তাকে নিয়ে পুলিশ ইয়াবা উদ্ধারে অভিযানে যায়। তখন ঘটনাস্থেলে ওত পেতে থাকা জালালের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালালে ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় জালাল ইউসুফ বাহাদুরকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ সময় সেখান থেকে ৩০ হাজার ইয়াবা, ১০টি দেশীয় বন্দুক, একটি বিদেশি পিস্তল ও ২৪টি গোলাবারুদ উদ্ধার করা হয়।তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। তারা হলেন- উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুকজ্জামান, কনস্টেবল রুবেল, মহিউদ্দিন ও ইব্রাহিম।নিহত জালালের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply