২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৫:৫৭/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৫:৫৭ অপরাহ্ণ

রাঙ্গুনিয়াতে  শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা ১৪ ডিসেম্বর

     

রাঙ্গুনিয়াপ্রতিনিধি
“সৃজনশীল প্রতিভা বিকাশের সুনিপুণ সোপান ” এই শ্লোগানে এগিয়ে যাওয়া দেশের জনপ্রিয় বৃহত্তম বেসরকারি মেধাবৃত্তি“শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা ১৮ আগামী ১৪ ডিসেম্বর রোজ শুক্রবার সকাল ৯ টায় থেকে ১২ টা পর্যন্ত সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রের আলোকে অনুষ্টিত হবে।
প্রায় লক্ষাধিক পরীক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এই পরীক্ষা রাঙ্গুনিয়া উপজেলা (উত্তর) জোনের ব্যবস্থাপনায় ৩টি পরীক্ষা কেন্দ্রে উত্তর রাংগুনীয়া উচ্চ বিদ্যালয় ও রাণীরহাট ফাযিলমাদ্রাসা এবং আর কে আর উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত হবে। উক্ত পরীক্ষা কেন্দ্র সমূহে প্রায় এক হাজার পরীক্ষার্থী অংশ নিবেন বলে জানিয়েছেন বৃত্তি পরিচালনা কমিটি রাঙ্গুনিয়া উপজেলা (উত্তর)এর পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান মাসুদ।
বরাবরের মত পরীক্ষা কেন্দ্রের  সুষ্ট পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগীতা কামনা করেছেন উপ-পরিচালক (সার্বিক) মুহাম্মদ আহমদ নুর ছিদ্দিকী ও উপ-পরিচালক (নিয়ন্ত্রক) মুহাম্মদ জামাল উদ্দীন।

শেয়ার করুনঃ

Leave a Reply