২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:৩৫/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ২:৩৫ পূর্বাহ্ণ

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসারকে স্বাগত জানালেন এম.এ কাশেম

     

শিহাব উদ্দিন

গুণীর কদর একমাত্র গুণীরাই দিতে জানে। কথায় আছে, যে দেশে গুণীর কদর নাই সে দেশে গুণীর জন্ম হয়না। আজ সকাল ১১টায় লোহাগাড়া উপজেলায় সদ্য অভিষেক হওয়া নির্বাহী অফিসার  মাহবুব আলম কে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানিয়ে সৌজন্যে সাক্ষাত করেন লোহাগাড়া মা -মণি হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক  এম,এ কাশেম। তিনি নবাগত নির্বাহী অফিসারের কাছে আগামীর শান্তিপূর্ণ লোহাগাড়ার কামনা করেন। পাশাপাশি উপজেলাবাসীর চাওয়া পাওয়ার প্রতি সুনজর  দেওয়ার জন্যেও বিশেষভাবে অনুরোধ করেন।
উল্লেখ্য যে, তিনি গত সোমবার (২৪ এপ্রিল) লোহাগাড়ায় যোগদান করেছেন।মাহবুব আলম জানান, স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর সহযোগিতা নিয়ে লোহাগাড়ার শিক্ষা, স্বাস্থ্য  সংস্কৃতি, ক্রীড়ার উন্নয়নসহ৩৩টি দপ্তরকে সক্রিয় রাখার জন্য চেষ্টা চালিয়ে যাবেন।জানা যায়, মোঃ মাহবুব আলম চাঁদপুর জেলার কচুয়ায় জন্মগ্রহণ করেন। তিনি কৃতিত্বের সাথে ২০০০ সালে এসএসসি ও ২০০২ সালে এইচএসসি পরীক্ষায় বোর্ড স্ট্যান্ড করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে কৃতিত্বের সাথে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডারে নিয়োগ প্রাপ্ত হয়ে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এরপর সীতাকুণ্ড উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কুমিল্লা হোমনা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে ইউএনও হিসেবে পদোন্নতি পেয়ে লোহাগাড়ায় যোগদান করেন। লোহাগাড়া উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করার মধ্য দিয়ে মোহাম্মদ মাহবুবুল আলমের অভিষেক হয়। লোহাগাড়ার বিভিন্ন রাজনীতিবীদ,শিক্ষাবীদ,সমাজসেবক,চিকিৎসক,সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রমুখ নবাগত এই নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগতম জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply