২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ১:২৮/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১:২৮ পূর্বাহ্ণ

সিডিএ স্কুলের সংবর্ধনার জবাবে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম শিক্ষার উন্নয়নে শিক্ষার্থীদেরও ভূমিকা রাখতে হবে

     

৬ষ্ট বারের মত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করায় আবদুচ ছালামকে সংবর্ধিত করেছে সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও অভিাভাবকবৃন্দ। গতকাল (শনিবার) সকালে চান্দগাঁওস্থ কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সংবর্ধনার জবাবে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ২০০৯ সালে চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিয়ে আমি চট্টগ্রামের উন্নয়নের ইতিহাসে সময়ের সবচেয়ে বড় বড় কাজে হাত দিয়েছি। চট্টগ্রামের সার্বিক উন্নয়নের দায়িত্ব আমার কাঁধে দিয়েছেন, জাতির জনকের কণ্যা জননেত্রী শেখ হাসিনা। যার লক্ষ্য এ দেশকে বিশ্বের দরবারে এটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা। তার স্বপ্ন বাস্তবায়নে চট্টগ্রামে আমাকে তার যোগ্য হাতিয়ার মনে করায় আমি সব সময় তাঁর মর্যাদা রক্ষার জন্য কাজ করে গেছি। চট্টগ্রামের মানুষের দোয়া, ভালবাসা ও আস্থা আমার সাথে ছিল বলে আমি চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়নে বড় বড় প্রকল্পসমূহ বাস্তবায়নের পাশাপাশি শিক্ষার সুযোগ সৃষ্টি করতে স্কুল ও কলেজ প্রতিষ্ঠিত করেছি সিডিএ’র তত্বাবধানে। স্কুল এন্ড কলেজ দুটিকে নগরীর সেরা বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে আমি অক্লান্ত পরিশ্রম করেছি। কতটুকু সফল হতে পেরেছি তার বিচার আপনারাই করবেন। বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষক-শিক্ষিকারা পড়ালেখার সুযোগ তৈরী করে দিতে পারে কেবল ছাত্ররা যদি ভাল করে পড়া লেখা না করে তবে শিক্ষার মানদন্ডে বিদ্যালয় কখনো উন্নত হতে পারেনা। সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজ ও গার্লস স্কুল এন্ড কলেজ আজ উন্নত বিদ্যাপীঠ হওয়ার পিছনে ছাত্রছাত্রীদেরও অনেক ভূমিকা রয়েছে। অধ্যক্ষ নুরুল আলমের সভাপতিত্বে ও মুহাম্মদ নুরুল মোস্তফা জুয়েলের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রবাষক সাইফুর ইসলাম মানিক, গালর্স স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক ফেরদৌসি বেগম, সিডিএ আবসিক (এ ব্লক) কল্যাণ সমিতির সভাপতি এডভোকেট আবুল বাশার, আভিভাবক প্রতিনিধি সেলিম সাজ্জাদ, সিডিএ কর্মকর্তা আবদুল নবী, কলেজ লিডার জুলকরনাইন মো. তারেক, স্কুল লিডার মাইসা আবিদা ও মাজেদা রহমান প্রমূখ।

শেয়ার করুনঃ

Leave a Reply