১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১০:০৫/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১০:০৫ অপরাহ্ণ

হারলায় মিলাদুন্নবী (দ:) মাহফিল সম্পন্ন

     

 

মহান আল্লাহ রাব্বুল আলামীন মানবপিতা হযরত আদম (আ:) সৃষ্টির মধো দিয়ে নবীর পরস্পার সূচনা করে রহমতে আলম, দু’জাহানের বাদশা, তাজেদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তফা (দ:) এর মাধ্যমে তাওহীদ ও রেসালতের দায়িত্বের পর অর্পিত হয়ে সাহাবায়ে কেরাম, তাবেইন তাবে তাবেইন, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গনেদ্বীন হক্কানী ওলামায়ে কেরামের উপর। তাঁদের ত্যাগ ও কঠোর সাধনা বহুমুখী অবদানের ফলশ্রুতিতে ইসলাম আজ বিশ্বব্যাপী কালজর্য়ী জীবনাদর্শ হিসেবে প্রতিষ্ঠিত। দু:খের বিষয় বতর্মান বিশ্ববাসীর কাছে ইসলাম কে আলকায়দা ও জঙ্গি হিসেবে ওয়াহাবী, মওদুদী, হেফাজতী নামদারী মুসলমানেরা। তাদের দমন করতে হলে রাসুলের আদর্শ বুকে ধারন করে সঠিক ইসলামের উপর প্রতিষ্ঠিত থেকে নবী করিম (দ:)’র ভালবাসায় সিক্ত হয়ে মুসলমানদের ইস্পাত ঐক্য গড়ে তুলতে হবে। গত ৭ ডিসেন্বর, জুমাবার বাদে মাগরিব হতে চন্দনাইশ পৌরসভা হারলা ৪নং ওয়ার্ড নতুনহাটস্থ হযরত মুহাম্মদ শাহ ফকির (রহ:) মসজিদ ও সুন্নীয়া ফোরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বাষির্ক মিলাদুন্নবী (দ:) মাহফিলে বক্তারা এ কথা বলেন। মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সমাজসেবক মুহাম্মদ আবু তৈয়ব এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় দাওয়াতে খায়ের সম্পাদক মাওলানা আবু যাহারা মুহাম্মদ মোজাম্মেল হক। বিশেষবক্তা ছিলেন হযরত আমিন উল্লাহ শাহ (রহ:) ইসলামীক সাংস্কৃতিক সম্পাদক মাওলানা মুখতার আহমদ শিবলী। উপস্থিত ছিলেন মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক খন্দকার মুহাম্মদ মোজাম্মেল হক, মুহাম্মদ আবু বক্কর, মুহাম্মদ ইমাম উদ্দীন, জয়নাল আবেদীন (জনি) মুহাম্মদ মনছুর হায়দার, নুরুল আজম, সেলিম উদ্দীন চৌধুরী, মুহাম্মদ ইলিয়াছ, সাইফুল ইসলাম, মনজুর প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply