১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:১২/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ২:১২ পূর্বাহ্ণ

মুস্তাক মুহাম্মদ এর শশীলতা কবিতাগুচ্ছ – ১০

     

 

 

গৌন্তব্যহীন কাটে আমার রাত দিন

শশীলতা কেমন আছি জানলে  না!

মনের মধ্যে এক নদী বয় দেখলে না,

সেই নদীতে মাঝিহারা নৌকা চলে এলোমেলো-

কোথা থেকে কোন ঘাটে যায় স্রোতের টানে!

এমন চলে আমার দিন রাত্রিগুলো।

বিকেল হলে দূর দেশে থেকে নীড়ে

ফেরার তাড়া দেখায় সাদা বকেরা-

আকাশ যেনো পড়ে থাকে কাশফুলের শাড়ি।

আমি যেনো ঘরহীন অজানা পথের যাত্রী

গৌন্তব্যহীন কাটে আমার রাত দিন!

 

আছি কারোর অপেক্ষায়

শশীলতা ভালো আছি !

ভালো থাকার চেষ্টা করি;

পাহাড়ের বুক চিরে অপরূপ

ঝরণা নামে-

নিজের জন্য না হোক কারোর জন্য

হৃদয়ে ক্ষত নিয়েও হেসে যায়!

আমিতো কবেই সুখরে দিয়েছি

তোমার সঙ্গী করে, তারপর থেকে,

আছি ভালো কারোর অপেক্ষায়……

তারিখ: ৩০/০৪/২০১৭, বাঁকড়া পাঁচপেতা, যশোর।

সন্ন্যাস হ

শশীলতা না জেনে কবেই দিয়েছি হৃদয়

আজ শূন্য আমি- কোনো কিছু নেই দেবার।

পদ্মদা একদিন বলেছিল,

“ পিরিতিতে আগ- পিছ না্য়,

যা আছে শূণ্য করে সন্ন্যাস হ ”

শশীলতা আমি কি সন্ন্যাস হতে পেরেছি?

কাম বাসনা রসনা কি গত পঞ্চশ

কোকিল ডাকা বসন্ত টানতে পেরেছে?

তারিখ: ৩০/০৪/২০১৭, বাঁকড়া পাঁচপোতা, যশোর।

 

প্রেয়সী তপোবন

শশীলতা জীবন যেনো যায় থমকে

তোমার কথা মনে আসে দমকে দমকে।

ভালবাসার স্নেহ ছায়া ভুলতে দেয় না তোমার

মনের মাঝে তোমার ছবি দেয় চমকে।

ভালবাসার এমন জ্বালা জ্বলে দিবানিশি

যে আগুনে পোড়ে মন বারবার দেয় উসকি

তবু ভালবাসায় পোড়ে রসিক মন

প্রেয়সী যে হৃদয় তপোবন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply