২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ২:৫২/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ২:৫২ অপরাহ্ণ

নগর ছাত্রলীগ নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটি ঘোষনা

     

 

নিজস্ব প্রতিনিধি
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ উপলক্ষ্যে চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডের চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ কর্তৃক গঠিত নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটি’র প্রতিনিধি যথাক্রমে ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড ওসমান গণী বাপ্পি, আবু সাঈম চৌধুরী, কাজী আক্কাস, জয়নাল আবেদীন, তাজিম আহমেদ চৌধুরী, ২নং জালালাবাদ ওয়ার্ড এম আর হৃদয়, আব্দুল মান্নান রুবেল, মাহবুবুর রহমান, কামরুল ইসলাম বাবু, ৩নং পাঁচলাইশ ওয়ার্ড হাসান আলী, গোলাম মোস্তফা, বশির আহমেদ, ৪নং চান্দগাঁও ওয়ার্ড ইয়াসিন আরাফাত কচি, নোমান চৌধুরী, ফারুক ইসলাম, মহিউদ্দিন মাহি, হৃদয় মিত্র সুমন, ৫নং মোহরা ওয়ার্ড মোঃ সরওয়ার, আমজাদ হোসেন, ইমাম উদ্দিন, নূরুন নবী সায়েদ, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড মঈনুর রহমান, মঈন শাহরিয়ার, মোঃ নয়ন উদ্দিন, কফিল কর, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড মোঃ তালেব আলী, সোমেন বড়–য়া, মিন্টু কুমার দে, আরজু ইসলাম বাবু, সালাহ উদ্দিন বাবু, আমির হোসেন সোহাগ, ৮নং শুলকবহর ওয়ার্ড মইনুল ইসলাম শিমুল, হাসানুল আলম সবুজ, রাশেদ করিম, শেখ সরফুদ্দিন সৌরভ, রাহুল দাশ, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড রাসেল উদ্দিন তালুকদার, আল মামুন জুয়েল, নেওয়াজ খান, কামরুল ইসলাম রাসেল, সৈয়দ তওহিদ, ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড ফয়সাল বিন নিজাম, আশরাফ উদ্দিন টিটু, মিজানুর রহমান জনি, মোমিন শাহ্, রেজাউল হাসান, ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড গোলাম সামদানি জনি, দীপংকর সোম শান্ত, আরাফাত রুবেল, ১২নং সরাই পাড়া ওয়ার্ড শহিদুল ইসলাম, শাহজাহান সাজু, আশিকুন নবী, সৈয়দ আনিসুর রহমান, ফয়সাল, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড নাজিম উদ্দিন রাসেল, লিটন চৌধুরী রিংকু, ইসমাইল হোসেন শুভ, রুবেল সরকার, আমিনুল ইসলাম রাসেল, ১৫নং বাগমনিরাম ওয়ার্ড মিনহাজুল আবেদীন সানি, আব্দুল হালিম মিতু, মোস্তফা কামাল, জিহাদ পারভেজ, ১৬নং চকবাজার ওয়ার্ড এম কায়সার উদ্দিন, ওমর ফারুক, অভিক দাশ গুপ্ত, ফরহাদ জামাল লিংকন, ১৭নং পশ্চিম বাকলিয়া মনির চৌধুরী, মিজানুর রহমান, ফাহাদ আনিস, আনিস ওয়ারেসি, রহমতউল্লাহ ফরহাদ, ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড নাঈম রনি, আকতার হোসেন সৌরভ, রাশেদুল আলম, আজিজুল হক, মোঃ ফারুক, এনামুল হক মানিক, ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড শফিকুর রহমান পারভেজ, কায়সার মুহাম্মদ রাজু, নাদিম উদ্দিন, আবু সালেহ রিমন, জাকারিয়া হাবিব জাকির, ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড শাহিন জুবায়ের বাপ্পি, আল বিন নূর নাহিন, নিউটন দে, ২২নং এনায়েত বাজার ওয়ার্ড একরামুল হক রাসেল, আয়াজ মহিউদ্দিন, আব্দুল আহাদ, ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড মোঃ শাকিল মাহমুদ, জয়নাল উদ্দিন জাহেদ, মোঃ সোহেল, আরিফুল ইসলাম, আবুল মনছুর টিটু, কাজী মাহমুদুল হাসান রনি, মাহমুদুর রশিদ বাবু, ফরহাদ সায়েম, ২৫নং রামপুর ওয়ার্ড ইমরান আলী মাসুদ, বোরহান উদ্দিন ফরহাদ, অরভিন সাকিব ইভান, জাবেদ রহিম মুন, ইমরান হোসেন বাবু, ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ড রেজাউল আলম রনি, রোকন উদ্দিন রানা, রবিউল হোসেন সাইমন, ফিরোজ কবির মোমিন, ইফতেখার হোসেন মানিক, ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড লুৎফর এহসান শাহ্, আবু হানিফ রিয়াদ, কালাচান ভট্টাচার্য্য সিমান্ত, জালাল উদ্দিন রানা, ২৮নং পাঠানটুলী ওয়ার্ড তুষার চন্দ্র ধর, আলী হোসেন রনি, আবদুল গণি রিপন, ২৯নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড আ.ফ.ম সাইফুদ্দিন, শাহরিয়ার হাসান, ফারুক রানা বাপ্পি, ফয়সাল অভি, শরিফ আহমেদ, ৩০নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আব্দুল খালেক, সুজন বর্মন, আবু তারেক রনি, ফয়সাল সাব্বির, রিয়াজ উদ্দিন চৌধুরী, ৩১নং আলকরণ ওয়ার্ড উমর ফারুক, হাসিব হাসান রুম্মান, ইফতেখার রুপু, ইরফানুল হক জিকু, ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড মিথুন মল্লিক, ওয়াহিদ রাসেল, মোমিনুল হক মুন্না, শেখর দাশ, জাহেদুল হক চৌধুরী মার্শাল, ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড খোরশেদ আলম, অশিউর রহমান, গিয়াস উদ্দিন জেবিন, মিয়া মুহাম্মদ জুলফিকার, ওসমান কবির ববি, আসিফ খান আরাফাত, মিঠুন দাশ, মোস্তাকিম তাওসিফ, ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড শওকত আলী রনি, হাসমত আলী রাসেল, তপু বড়–য়া, ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড অভিজিৎ ঘোষ, ফাহাদ আসিফ, তানজিবুল হক চৌধুরী, আব্দুল্লাহ আল নোমান, ৩৬নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড ইমতিয়াজ বাবলা, রাহুল বড়–য়া, অমিতাভ চৌধুরী বাবু, খোরশেদ আলম মানিক, ইমতিয়াজ আকবর, ৩৭নং মুনিরনগর ওয়ার্ড ফারুক ইসলাম পাভেল, কবির আহমেদ, জি.এন কামাল বনি, আব্দুল আল মামুন, ৩৮নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড নাজমুল হাসান, ইমতিয়াজ আহম্মেদ সুমন, আব্দুল কাইয়ুম, মোঃ রাশেদ, ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড আমির হামজা, শাহাদাত হোসেন বুলু, মুনির আলম, জিয়া উদ্দিন জিয়া, জাহেদ খোকন, ৪০নং পতেঙ্গা ওয়ার্ড মিজানুর রহমান মিজান, ফখরুল ইসলাম, ইমতিয়াজ বিরু, তৌসিফ মেহরাজ, ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আরিফুল আলম আলভী, হাসান হাবিব সেতু, জাহেদুল হাসান সাব্বির।
উপরোক্ত মহানগর ছাত্রলীগের নির্বাচন সমন্বয় কমিটির নেতৃবৃন্দদের আগামী ৩ দিনের মধ্যে স্ব স্ব ওয়ার্ডের প্রতিটি ভোট কেন্দ্র ভিত্তিক কমিটি দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হল।

শেয়ার করুনঃ

Leave a Reply