২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ২:২৮/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ২:২৮ অপরাহ্ণ

২৯ এপ্রিল নিহতদের স্মরণে সাগর পাড়ে নিউজচিটাগাং ফ্যান ক্লাব

     

 

২৯ এপ্রিল নিহতদের স্মরণে সাগর পাড়ে কর্মসূচি পালন করলো নিউজচিটাগাং ফ্যান ক্লাব। ভয়াল ২৯ এপ্রিলে ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকায় নিহতদের স্মরণে নিউজচিটাগাং ফ্যান ক্লাব’র উদ্যোগে নিরাপদ উপকূল দাবীতে মানববন্ধন, মাগফেরাত কামনা, আলোচনা ও নিরবতা পালন কর্মসূচি আজ শনিবার পতেঙ্গা বিচের নজরুল মূরালের পাদদেশে অনুষ্ঠিত হয়। নিউজচিটাগাং ফ্যান ক্লাবের সংগঠক শ্রমিক নেতা নুরুল ইসলাম সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নিউজচিটাগাং এর নির্বাহি সম্পাদক মির্জা ইমতিয়াজ শাওন। অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা রানা দাশ, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, নিরুদ বড়ুয়া, আবদুল উদ্দীন, ওয়াহেদ মনছুর, আনোয়ারুল নূর, মাহবুবুর সুজন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ৯১ সালে ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকার প্রায় এক লাখ ৩৮ হাজার মানুষ নিহত এবং এক কোটি মানুষ সর্বস্ব হারায় তা অত্যন্ত দুঃখজনক। আগামীতে যাতে কোন বন্যা, দূর্যোগে কারো প্রাণ হানী না ঘটতে পারে সে দিক লক্ষ্য রেখে উপকূলীয় এলাকার জীবন রক্ষার্থে উপকূলীয় বেড়িবাঁধ সংস্কার এবং টেকসই ও মান সম্পন্ন স্থায়ী বেড়িবাধ নির্মান করা জরুরী। নিহতদের স্মরণে মাগফেরাত কামনা, নিরবতা পালন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শেয়ার করুনঃ

Leave a Reply