২৩ এপ্রিল ২০২৪ / ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:০৯/ মঙ্গলবার
এপ্রিল ২৩, ২০২৪ ৩:০৯ অপরাহ্ণ

সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়া থানার এসআই সহ নিহত ৪

     

সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়া মডেল থানার এসআইসহ ৪জন নিহত হয়েছেন। কুষ্টিয়ায় খোকসায় যাত্রীবাহী বাস উল্টে দুইজন, ট্রাকের ধাক্কায় পুলিশের এক উপ-পরিদর্শক এবং মিরপুর উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হন। রবিবার পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় হতাহতের এ ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় আরো কমপক্ষে ১৫ জন আহত হন।

নিহত এসআই মাসুদের বাড়ি ফরিদপুর জেলায়। তিনি কুষ্টিয়াসহ আশেপাশের জেলায় দীর্ঘদিন কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, রবিবার দুপুর সোয়া ৪ টার দিকে কুষ্টিয়া মডেল থানার এসআই মাসুদ মোটরসাইকেলযোগে কুষ্টিয়ার অভিমুখে যাচ্ছিলেন। এ সময় সদর উপজেলার অন্তর্গত ভাদালিয়া বাজারের সন্নিকটে আকিজ গোডাউনের কাছে মালবোঝাই ট্রাকের (কুষ্টিয়া চ-০২-০০৯৪) চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পর ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ ঘাতক ট্রাকসহ চালক খাইরুল ইসলাম ও সহকারী আলমগীর হোসেনকে আটক করে। দুর্ঘটনায় এসআই মাসুদ নিহতের বিষয়টি নিশ্চিত করেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি রতন শেখ।

এদিকে রবিবার ভোর ৫ টার দিকে জয়পুরহাট থেকে ৫৮ জন যাত্রী নিয়ে রবিশালগামী বাসটি কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের খোকসা উপজেলার পাইকপাড়া মির্জাপুর নামক স্থানে পৌঁছালে মহাসড়ক ছিটকে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের দুইজন যাত্রী নিহত হন।

নিহতরা হলেন- হাজী আব্দুল কাদের (৭০) ও মাহাতাব উদ্দিন (৪০)। নিহতদের দুজনের বাড়ি নওগাঁ জেলায়। এ দুর্ঘটনায় আরো কমপক্ষে ১৫ জন বাসযাত্রী আহত হন। বাসটি জয়পুরহাট থেকে বরিশালের চরমোনাই পীরের দরবারে যাওয়ার সময় চালকের অসাবধানবশতঃ এ দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ জানায়। আহতদের কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া সকাল সাড়ে ৯ টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে মিরপুর উপজেলার ভাঙা বটতলা নামক স্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক মাসুদ আলী (৪৮) ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলযোগে মেহেরপুরের দিকে যাওয়ার সময় পথিমধ্যে বিপরীতমুখী বাসের ধাক্কায় তিনি নিহত হন। নিহত মাসুদ আলী কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার মৃত মোশাররফ হোসেনের ছেলে। মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জয়নুল আবেদিন খোকসায় বাস দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাস চালকের অসাবধানতায় দুর্ঘটানায় হতাহতের ঘটনা ঘটে। এ ব্যাপারে মামলা হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply