২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১২:৪৮/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১২:৪৮ পূর্বাহ্ণ

মদনপুরে গলিত লোহা গায়ে পড়ে ১২ শ্রমিক দগ্ধ

     

নারায়ণগঞ্জ বন্দরের মদনপুর এলাকার মোন্তাহার স্টিল মিলে রড তৈরির জন্য লোহা গলানোর সময় গলিত লোহা গায়ে পড়ে ১২ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

শ্রমিকরা হলেন- শ্রমিক রুপক (২০), সুজন (২৮), রানা (২২), আরিফ (২২) সজিব (২৫), গোপাল মণ্ডল (২৬) সালাউদ্দিন (২৫), কবির (৩৫), জাফর (২৫), মানিক (২৬), শাকিল (২৫) ও মাসুদ (২৫)।

মোন্তাহার স্টিলের জেনারেল হেলপার আবু রায়হান জানান, মদনপুর এলাকায় মিলটি অবস্থিত। সকালে রড তৈরির জন্য মালামাল গলানোর কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় গলিত লোহা গায়ে পড়ে ওই ১২ শ্রমিক দগ্ধ হন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

আরও পড়ুন: পর্নোগ্রাফি মামলায় এক ব্যক্তি গ্রেফতার

বার্ন ইউনিটের জরুরি বিভাগের একটি সূত্র জানায়, দগ্ধদের মধ্যে ৫ থেকে ৬ জনের অবস্থায় আশঙ্কাজনক। চিকিৎসকরা তাদের চিকিৎসা দিচ্ছেন। এখনো পারসেন্ট নির্ধারণ করা যায়নি।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply