২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ৮:৫৬/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৮:৫৬ অপরাহ্ণ

লোহাগাড়া মা-মণি হাসপাতালে ভারতের ডাক্তার আসছেন

     

শিহাব উদ্দিন

দক্ষিণ চট্টগ্রামের প্রাণ কেন্দ্র লোহাগাড়া আমিরাবাদ একটি প্রসিদ্ধ অভিজাত এলাকার নাম।তেমনি লোহাগাড়ার বুকে চিকিৎসা জগতে মা-মণি হাসপাতাল একটি নাম এবং একটি ইতিহাস।লোহাগাড়ার দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীকে বিনা টাকায় সবধরনের সুবিধা দিয়ে যাচ্ছে এই মা-মণি হাসপাতাল।বর্তমানে হাসপাতালের চিকিৎসা সেবার মান অতীতের তুলনায় আরো বেগবান ও মানসম্মত করার লক্ষে কাজ করে যাচ্ছেন লোহাগাড়ার কৃতি সন্তান ও মা-মণি হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক এম,এ, কাসেম সাহেব।।ইতিপূর্বে তিনি ভারতের তামিলনাড়ু শহরে অবস্থিত প্রসিদ্ধ ও বিশ্ববিখ্যাত চিকিৎসা কেন্দ্র রয়েল কেয়ার সুপার স্পেশালিটি হসপিটালের কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
তিনি রয়েল কেয়ার সুপার স্পেশালিটি হসপিটালের চেয়ারম্যান ডাঃ কে মাদিস ওয়ার্ন ও হাসপাতালের সি,ও ডাঃ পি কৃষ্ণনান্দের সাথে দফায় দফায় আলোচনায় মিলিত হন।। তার সাথে সফর সঙ্ঘী হিসেবে ছিলেন তার বড় ছেলে রাকিব হাসান ।হাসপাতালের প্রতিষ্টাতা পরিচালক এম.এ কাশেম জানিয়েছেন,রয়েল কেয়ার স্পেশালিটি হসপিটালের চেয়ারম্যান ও সিওর সাথে লোহাগাড়া মা-মণি হাসপাতালের বিভিন্ন কার্যক্রমের বিষয় নিয়ে সুদূরপ্রসারী আলোচনা হয়েছে।এর মধ্যে নার্স প্রশিক্ষণ,চিকিৎসার মানোন্নয়ন, উন্নত ও আধুনিক যন্ত্রপাতি ইত্যাদি বিষয় নিয়েও ব্যাপক অালোচনা হয়। তারা মা-মণি হাসপাতালের উন্নয়ন এবং উন্নত চিকিৎসার জন্যে তাদের পক্ষ থেকে ডাক্তার পাঠানো সহ বিভিন্ন বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।লোহাগাড়া মা-মণি হাসপাতালের প্রতিষ্টাতা পরিচালক এম এ কাশেম সাহেবের ব্যতিক্রম ধর্মী উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন, লোহাগাড়ার সাধারণ জনতা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। তিনি লোহাগাড়াবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

 

শেয়ার করুনঃ

Leave a Reply