২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:১৩/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৬:১৩ অপরাহ্ণ

ভারত সফর শেষে দেশে ফিরেছেন নৌ প্রধান

     

 

ঢাকা, ১৫ নভেম্বর ২০১৮

ভারতের কোচিতে অনুষ্ঠিত ‘ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম’ এর সেমিনারে অংশগ্রহণ শেষে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ আজ বৃহস্পতিবার (১৫-১১-২০১৮) দেশে ফিরেছেন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌপ্রধান (অপারেশন্স) ও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা তাঁকে স্বাগত জানান।

গত ১৩ হতে ১৪ নভেম্বর পর্যন্ত ভারতের কোচিতে অনুষ্ঠিত উক্ত সেমিনারে আইওএনএস এর সদস্য রাষ্ট্রসমূহ অংশগ্রহণ করে। সেমিনারে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে মেরিটাইম সহযোগিতার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া, এ অঞ্চলের সদস্য দেশসমূহের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ব্লু-ইকোনমি ধারণাকে সঠিকভাবে কাজে লাগাতে এই সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। সফরকালে বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভারতীয় নৌপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎসহ আইওএনএস এর অন্যান্য সদস্য রাষ্ট্রসমূহের উধ¡র্তন নৌ কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। উল্লে¬খ্য, সেমিনারে অংশগ্রহণের লক্ষ্যে নৌবাহিনী প্রধান গত ১২ নভেম্বর ২০১৮ তারিখ ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

শেয়ার করুনঃ

Leave a Reply