২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:৪৪/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৭:৪৪ পূর্বাহ্ণ

নির্বাচনের মাঠ ফাঁকা ভোট নয় টিকেটই বড় ফ্যাক্ট

     

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
ঘোষিত তফসীল মোতাবেক আর মাত্র ৪২ দিন পর একাদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু কোন প্রার্থীকে এখন মাঠে পাওয়া যাচ্ছে না। টিকিট কিনতে রাজধানীতে ব্যস্ত সময় পার করছেন সম্ভব্য প্রার্থীরা। জনগণের ভোটের চেয়ে টিকিট পাওয়া বড় ফ্যাক্ট হয়ে দাড়িয়েছে অনেকের কাছে। জনগণ সকল শক্তির উৎস এই মুলমন্ত্রকে পিছনে ফেলে টিকিট পাওয়াকে বড় চ্যালেঞ্চ হিসেবে দেখছেন প্রার্থীরা। গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন ১ জন, আওয়ামীলীগ হতে ৫ জন এবং বিএনপি হতে ৩ জন। কে পাবেন জোটগতভাবে মনোনয়ন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। সম্ভব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র নির্বাচন করবেন কিনা তা এখন বলা যাচ্ছে না। জাতীয় পার্টির নেতা-কর্মীদের দাবি দীর্ঘ প্রতিক্ষার পর জনগণের প্রত্যক্ষ ভোটে বর্তমান এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনকে পুনরায় লাঙলের ঘাটিতে পরিণত করেছে, সে কারণে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীই হবে জোটগত প্রার্থী। শতভাগ আশাবাদী জাতীয় পার্টির নেতা-কমীরা। দলটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন জানান, গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনটি জাতীয় পার্টির ঘাটি নামে খ্যাত। পরপর ৬ বার এই আসনটি হতে জাতীয় পার্টির এমপি নির্বাচিত হয়েছে। বর্তমান এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী মাত্র ৬ মাসের ব্যবধানে জাতীয় সংসদে অসম্ভব সাহসী বক্তব্য দিয়ে বাংলাদেশসহ গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। তিনি মনে করেন এমপি শামীমেই পারেন অসুন্দরের ছাঁয়া কাটিয়ে সুন্দরগঞ্জকে একটি উন্নয়নমুখী উপজেলায় পরিণত করতে। আপরদিকে আওয়ামীলীগের নেতা-কর্মীরা মনে করেন স্বাধীনতার বিপক্ষের শক্তিকে দমাতে জোটগতভাবে আওয়ামীলীগের নৌকা প্রতীক এই আসনের জন্য দাবিদার। অনেক নেতা-কর্মী মনে করেন জামায়াত ছাড়া বিএনপি এই আসনে খুব বেশি সুবিধা করতে পারবেন না। জাতীয় পার্টির দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, আওয়ামীলীগের উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আফরুজা বারী, যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান সরকার লেবু, মেহেদি হাসান মাসুম, আশরাফুল ইসলাম রন্জু, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সৈয়দ মাসুদা খাজা, বিএনপির সাবেক উপজেলা সভাপতি এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জিন্নাহ, বর্তমান সভাপতি মোজাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম প্রামানিক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মনোনয়ন সংগ্রহ করেছেন জেলা পরিষদ সদস্য এমদাদুল হক নাদিম ও সাবেক নির্বাহী প্রকৌশলী শহিদুর রহমান প্রামানিক।

About The Author

শেয়ার করুনঃ