১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:৪৫/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১:৪৫ পূর্বাহ্ণ

আজ নির্বাচন কমিশনে যাচ্ছেন ঐক্যফ্রন্ট

     

নির্বাচনের তারিখ ৩০ ডিসেম্বর থেকে আরও পেছানোর দাবি জানাতে নির্বাচন কমিশনে যাবে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।আজ বুধবার ১৪ নভেম্বর দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে যাবেন তারা।

মঙ্গলবার  ১৩ নভেম্বর সকালে ঐক্যফ্রন্টের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক থেকে বেরিয়ে ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।এসময় মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন পেছানোর দাবি নিয়ে ড. কামালের নেতৃত্বে আগামীকাল দুপুর ১২টায় ইসিতে যাবে জাতীয় ঐক্যফ্রন্ট। ১৬ তারিখ প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের সঙ্গে বৈঠক করা হবে। এরপর ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সঙ্গে নির্বাচন নিয়ে কথা হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে আগ্রহী নয়।’

সরকারের আহ্বানে নির্বাচন কমিশন ভোটের তারিখ ৭ দিন পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্ধারণ করেছেন বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও ঐক্যফ্রন্টের নেতা আব্দুল কাদের সিদ্দিকী। তিনি বলেন, ‘নির্বাচনের তারিখ ৭ দিন পেছানো অন্যায় হয়েছে। এটা সরকারের আহ্বানে তারা করেছে।’

কাদের সিদ্দিকী আরও বলেন, ‘দেশ সম্পূর্ণ অনিয়মে চলছে। আমরা সেটা নিয়মে আনতে চাই। নির্বাচন কমিশন ঠিকমতো চলছে না। তারা যে নির্বাচন ৭ দিন পিছিয়েছে, সেটা অন্যায়। এটা তো সরকারের আহ্বান। বদরুদ্দোজা চৌধুরীর আহ্বান। আমরা তো এক মাস চেয়েছি। দেশের মানুষ এক মাস পেছানোর কথা বলেছে।’

প্রত্যেকটি নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তফসিল ঘোষণা করা হতো বলে উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, ‘কিন্তু এই নির্বাচন কমিশন সেটা করেনি। সেজন্য আমার সন্দেহ হয়- প্রধান নির্বাচন কমিশনার ভালোভাবে নির্বাচন করতে পারবেন কিনা। এই সন্দেহ এখনও মানুষের মধ্যে আছে।’

কাদের সিদ্দিকী আরও বলেন, ‘অনেকের ধারণা, সরকার ভোট নিয়ে যাবে। আমার ধারণা, সরকার ভোটে টিকতেই পারবে না।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সুলতান মোহাম্মদ মনসুর, আবদুল মালেক রতনসহ নেতাদের আরও অনেকে উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply