২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:৫৪/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৭:৫৪ পূর্বাহ্ণ

নির্বাচনের তফসিল ৮ নভেম্বর

     

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী ৮ নভেম্বর ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশনের (ইসি) ৩৯তম সভা শেষে ৪ নভেম্বর, রবিবার সন্ধ্যা ৭টার দিকে নির্বাচন ভবনে কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।

সংলাপ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা না করতে ৩ নভেম্বর, শনিবার জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল। এ বিষয়ে করা সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহাদাত জানান, ৪ নভেম্বর তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে ৮ নভেম্বর তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তফসিল ঘোষণার বিষয়ে এই কমিশনার আরও জানান, ৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন। তফসিল ঘোষণার পর ৪৫ দিনের মতো সময় হাতে রেখে ভোট নেওয়া হবে।

এর আগে রবিবার বিকেল পৌনে ৫টার দিকে নির্বাচন ভবনে সভা শুরু হয় বলে প্রিয়.কমকে নিশ্চিত করেন সিইসির একান্ত সচিব এ কে এম মাজহারুল ইসলাম।

সভায় সিইসি কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী ছাড়াও কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান উপস্থিত ছিলেন।

 

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply