২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:৫৭/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ২:৫৭ পূর্বাহ্ণ

শিক্ষার্থী সংবর্ধনা সভায় চবি উপাচার্য

     

শিক্ষার্থীদের দেশপ্রেমিক আদর্শিক
মানুষ হওয়ার শপথ নিতে হবে
ইয়ুথ ফিলোস ক্লাব চট্টগ্রামের উদ্যোগে এস.এস.সি ও এইচ.এস.সি জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা সভা আজ ৪ নভেম্বর বিকেল ৫টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে সংগঠনের সভাপতি ফরহাদ হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন রুপালী ব্যাংকের পরিচালক, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবু সুফিয়ান। সাঈদ আনোয়ার তোহা ও রাকিব চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, ওয়েলগ্রুপের পরিচালক বিশিষ্ট শিল্পোদ্যোক্তা সৈয়দ নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি, সিডিএ বোর্ড সদস্য এম.আর. আজিম, সাবেকমন্ত্রী জহুর আহমদ চৌধুরী ফাউন্ডেশনের পরিচালক শরফুদ্দীন চৌধুরী রাজু, চকবাজার থানা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক লায়ন সাইফুল ইসলাম ভুঁইয়া রাসেল, চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য আসহাব রসুল চৌধুরী জাহেদ, সাবেক ছাত্রনেতা নুরুল আলম মিয়া, খোরশেদ আলম জুয়েল, ফজলুল হক সোহেল, মেজবাহ উদ্দীন মোর্শেদ, এস.এম. সাঈদ সুমন, আবুল মনসুর সিকদার, ইফতেখার বাবলু, এম মাহমুদ রনি, কপিল উদ্দীন, এস ইউ জোবায়ের, ওসমান গনি, একরামুল হক রাসেল, অমিতাভ চৌধুরী বাবু, মিন্টু কুমার দে, আবুল মনসুর টিটু, আবদুল্লাহ আল মামুন, সাব্বির শাকির, কামরুল হুদা পাবেল, আরিফ রশিদ, সানি দাশ, স্বরুপ রায় সৌরভ, আনিসুজ্জমান আবিদ, আব্দুস সোবহান হিরু, নিয়াজ মোর্শেদ, আরফান উদ্দীন, তফাজ্জল ইলাহি, জাহেদুল ইসলাম, সাদ্দাম হোসেন সাঈদ প্রমুখ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে আজকের দিনের যে সকল কৃতী শিক্ষার্থী সংবর্ধিত হচ্ছেন আগামীতে তোমারাই দেশের নেতৃত্ব দিবে। তিনি বলেন যারা এস.এস.সিতে মেধার স্বাক্ষর রেখেছ তোমরা ভবিষ্যতে উচ্চ শিক্ষায়ও আরো সাফল্য অর্জন করবে এটাই আমার প্রত্যাশা। তিনি আরো বলেন তোমরা উচ্চ শিক্ষায় যেমন শিক্ষিত হবে ঠিক তেমনি নিজেকে একজন আদর্শিক দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলবে। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের ইতিহাসসহ দেশের সামগ্রিক বিষয়ে তোমাদের জানা থাকতে হবে। শিক্ষার পাশাপাশি সহ শিক্ষাসহ সৃজনশীল কর্মকান্ডে তোমাদের মনোনিবেশ করতে। সততা, নিষ্ঠা আর একাগ্রতার মাধ্যমে তোমাদেরকে উন্নত চরিত্র ও মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হওয়ার শপথ নিতে হবে। সভায় প্রধান বক্তা সাংবাদিক আবু সুফিয়ান বলেন বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে যে অভুতপুর্ব উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছে তার সুফলতা বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা ভোগ করতেছে। তিনি বলেন মেধাবী শিক্ষার্থীরা শিক্ষায় যেমন ভালো ফলাফল অর্জন করে অনুরুপ তাদেরকে পরিবার সমাজ ও দেশের কল্যাণের জন্য অবদান রাখতে হবে তবেই শিক্ষা ও মানবজীবন সার্থক হবে। মনে রাখতে সুশিক্ষার মাধ্যমে আমাদেরকে আদর্শিক ও দায়িত্বসম্পন্ন নাগরিক হওয়ার যোগ্যতা অর্জন। দেশপ্রেমের সঠিক শিক্ষা নিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ অঙ্গীকার ব্যক্ত করতে হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply