২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ২:১৯/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ২:১৯ অপরাহ্ণ

কুড়িগ্রাম কারাগারে বন্দির এক তৃতীয়াংশ মাদক মামলার আসামী

     

 

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম জেলা কারাগারে ধারন ক্ষমতার তিনগুন বন্দি রাখা হয়েছে বলে জানা গেছে । এর মধ্যে এক তৃতীয়াংশ বন্দিই মাদক মামলার আসামী । অতিরিক্ত বন্দি নিয়ে হিমশিম খাচ্ছে কারাগার কর্তৃপক্ষ । জেলা কারাগারের জেলার মোঃ লুৎফর রহমান গতকাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন । কারাসুত্র জানায়, এ কারাগারে চারটি পুরুষ ও দুটি নারী ওয়ার্ড মিলে মোট বন্দি ধারন ক্ষমতা দুইশত । এর মধ্যে পুরুষ বন্দি ধারন ক্ষমতা ১ শত ৮৮ এবং নারী বন্দি ধারন ক্ষমতা ১২ । কিন্তু বিগত কিছু দিন ধরে বন্দির সংখ্যা বাড়তে থাকায় তা কারাগারের স্বাভাবিক ধারন ক্ষমতার তিনগুন ছাড়িয়ে গেছে । গতকাল পর্যন্ত কারাগারে মোট বন্দিও সংখ্যা ৬১২ । এর মধ্যে পুরুষ ৫৮৩ এবং নারী ২৯ জন । সুত্র আরও জানায় মোট বন্দির মধ্যে ৫০ জন সাজা প্রাপ্ত পুরুষ ও একজন সাজাপ্রাপ্ত নারী রয়েছে । অন্যরা বিচারাধীন বন্দি হিসাবে রয়েছে । তবে তাদের মধ্যে মাদক সংক্রান্ত মামলার আসামী দুই শতাধিক । জেলা কারাগারের জেলার মোঃ লুৎফর রহমান বলেন, কুড়িগ্রাম কারাগারে সব সময় ধারন ক্ষমতার অতিরিক্ত বন্দি থাকে । গ্রীস্ম মৌসুমে এ নিয়ে আমদের বেশী বিপাকে পড়তে হয় । অতিরিক্ত বন্দির চাপে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তিনি আরও বলেন ,কারাগারে ধারন ক্ষমতা বাড়ানোর প্রস্তাব করে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত প্রতিবেদন পাঠিয়েছি। কর্তৃপক্ষ বিবেচনায় নিলে কারাগারের ধারন ক্ষমতা বাড়তে পারে। উল্লেখ্য উপ-কারাগার হিসাবে যাএা শুরু করা এ কারাগারটি ১৯৮৭ সালের ৪ ফেব্রয়ারী জেলা কারাগারে রুপান্তরিত হয় ।পৌনে ৭ একর জায়গা নিয়ে গঠিত কুড়িগ্রাম কারাগার।

শেয়ার করুনঃ

Leave a Reply