২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৪:৪৪/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৪:৪৪ অপরাহ্ণ

 এমপি পদ ব্যবহার করে কোন মানুষের ক্ষতি করিনি – পীর মিসবাহ

     

আল-হেলাল,সুনামগঞ্জ
সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, ৫টি বছর আমি সংসদ সদস্য হিসেবে কাটিয়েছি কারো কোন ক্ষতি করিনি। কারণ কারো ক্ষতি করার জন্য আমি সংসদ সদস্য হইনি, মানুষের পাশে থেকে তাদের সেবা করার জন্য এই সুনামগঞ্জের উন্নয়নের জন্য আমি সংসদ সদস্য হয়েছি। আর আমি ৫টি বছর মানুষের পাশে থেকেছি কোন মানুষ বলতে পারবে না সংসদ সদস্য পদ ব্যবহার করে কারো কোন ক্ষতি করেছি। বরং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে তাদেরকে ও আমি বুকে টেনে নিয়েছি। তাদেরকে বুঝিয়েছি যে জীবনে কিছু পারো আর না পারো মানুষের ক্ষতি করার চেষ্টা করোনা। কারণ আমরা সবাই রক্তে মাংসে গড়া মানুষ, তাই ক্ষতি করে নয় ভালবেসে মানুষকে সব সময় বুকে টেনে নেওয়ার চেষ্টা করবে। তিনি আরো বলেন, আমার সময়কালের ভিতরে নির্বাচনী এলাকায় যেসব উন্নয়ন করেছি তা আর কেউ অতীতে করতে পারেনি। আর এই উন্নয়নকে ধরে রাখতে আগামী একাদশ জাতীয় নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে আবার আপনাদের কর্মী হিসেবে সেবা করার সুযোগ দেবেন। তিনি বলেন, বুকে হাত দিয়ে সুনামগঞ্জের সন্তান হিসেবে বলতে পারি এই ৫টি বছর সুনামগঞ্জ শহরে কোন সন্ত্রাসীকে আমি লালন-পালন করি নাই। মানুষকে হয়রানির করার উদ্দেশ্যে আমি সন্ত্রাসী বহর নিয়ে শহরে ঘুরে বেরাইনি। যেখানেই গিয়েছি আমি আমার মত গিয়েছি। সংসদ সদস্য হবার আগে যেভাবে মানুষের সাথে ছিলাম সংসদ সদস্য হবার পরও সাধারণ মানুষের সাথে ঠিক সেইভাবে ছিলাম আছি এবং থাকবো। শুক্রবার বিকালে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং-হরিনগর রাস্তার ১২০০ মিটার চেইনেজে জিরাফ খালের উপর সুনামগঞ্জ সদর এলজিইডির বাস্তবায়নে ১ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে ৩৩ মিটার আর.সি.সি গার্ডার ব্রীজ নির্মাণ এর ভিত্তি প্রস্থর স্থাপন শেষে অমিতশ্রী কামারটুক সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গ্রামবাসীর আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ এসব কথা বলেন। গ্রামের সাবেক মেম্বার ওয়াহাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাতয়ি পার্টির যুগ্ম আহবায়ক রশিদ আহমদ, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন মনির, সদর উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী মো. হেলাল উদ্দিন,ডা.সুব্রত দাশ, প্রভাষক নুরুল আলী, জাপা নেতা শওকত আলী, জসিম উদ্দিন তালুকদার, সাজ্জাদুর রহমান সাজু, মো.মুকুব্বির আলী ও ইউপি সদস্য আইয়ূব আলী প্রমুখ।

শেয়ার করুনঃ

Leave a Reply