২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:৫৬/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৮:৫৬ অপরাহ্ণ

নির্বাচন পেছানোর দাবি, সায় নেই ক্ষমতাসীনদের

     

আওয়ামী লীগের সঙ্গে সংলাপে একাদশ জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। সংলাপে তারা এ প্রস্তাব তুললেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাতে সায় দেয়নি।

এ বিষ‌য়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএস‌ডি) সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন  বলেন, ‘আমরা বলেছি যে সময় আছে তাতে নির্বাচন করা যাবে না। সময় দরকার। কিন্তু তারা কোনো উত্তর দেননি।’

পরে ঐক্যফ্রন্টের অন্যতম প্রধান নেতা ড. কামাল হোসেনের বাসায় সংলাপ-পরবর্তী প্রতিক্রিয়ায় বিরোধ সমাধানের আগে নির্বাচনে তফসিল ঘোষণা হবে কি না—প্রশ্ন করা হলে বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা তফসিলের বিষয়ে বলেছি। উনি (প্রধানমন্ত্রী) বলেছেন, তফসিল দেওয়ার এখতিয়ার নাই। সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।’

ত‌বে আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের ব‌লে‌ছেন, ‘নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সব দায়-দায়িত্ব নির্বাচন কমিশনের। তফসিল ঘোষণার পরপরই আইন প্রয়োগকারী সংস্থাসহ সরকারের অনেক বিষয়, যেগুলো নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত হবে। এসব নিয়ে ভয়ের কোনো কারণ নেই।’

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply