২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:৫৫/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ১:৫৫ অপরাহ্ণ

২০ মামলার আসামী গণ্ডামারার চেয়ারম্যান লেয়াকত গ্রেপ্তার

     

বাঁশখালীতে দুই বছর আগে বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণ নিয়ে সংঘর্ষের মামলার আসামি গণ্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেয়াকত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি এস আলম গ্রুপের সাথে বিদেশীদের একটি যৌথ প্রতিষ্ঠান।

মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগম জানান, নগর গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার রাতে বন্দরনগরীর রেল স্টেশন এলাকা থেকে লেয়াকতকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য,  বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের বড়ঘোনায় ৬০০ একর জমিতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জমি অধিগ্রহণ নিয়ে ২০১৬ সালের ৪ এপ্রিল পক্ষ-বিপক্ষের সংঘর্ষে চারজন নিহত হয়।ওই ঘটনায় কয়লা বিদ্যুৎ কেন্দ্রের বিরোধীতাকারীদের নেতৃত্বে থাকা লেয়াকত চেয়ারম্যানের বিরুদ্ধে চারটি মামলা হয় সে সময়। তাছাড়া লেয়াকতের বিরুদ্ধে হত্যা, নাশকতা, অবৈধ অস্ত্র রাখাসহ বিভিন্ন অভিযোগে অন্তত ২০টি মামলা রয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply