২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সকাল ৭:৪৭/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৭:৪৭ পূর্বাহ্ণ

সূর্যগিরি আশ্রম সার্বজনীন দূর্গা পূজা সম্পন্ন

     

 

বিজয়ী দশমীতে প্রধান অতিথি সত্য ন্যায় ও শুভ শক্তির জয় হোক। দেবী দুর্গা অশুভের বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক। এই পূজা বাঙ্গাঁলির চিরন্তন ঐতিহ্য ও সম্প্রীতির পরিচায়ক। সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের ধারাবাহিকতায় বিজয়া দশমীর মাধ্যমে সত্য ন্যায় ও শুভ শক্তির জয় হোক। সূর্যগিরি আশ্রম অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে তাই সর্বজনের উপস্থিতি ও মিলন ঘটানোর মাধ্যমে সম্প্রীতি রক্ষায় বদ্দ পরিকর। ফটিকছড়ি হাইদচকিয়া সূর্যগিরি আশ্রম সার্বজনীন দূর্গাপূজা উদযাপন পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ ও পুরস্কার বিতরণ সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফটিকছড়ি শাখার সভাপতি রতন কান্তি চৌধুরী। উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক উত্তর জেলার সভাপতি অমৃত লাল দে। ধর্মীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি জন্মাষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক কাজল শীল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সনাতনী ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি সুজিত চক্রবর্তী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক উত্তর জেলা সহ-সভাপতি কাজল পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেব অফিসার ফটিকছড়ি মোহাম্মদ শফিউল আলম, উপদেষ্টা খোকন আচার্য, কৃষ্ণাকলি আচার্য, ডাঃ সুশীল আচার্য, পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ, মাসিক ফটিকছড়ি সংবাদের সম্পাদক আহম্মদ আলী চৌধুরী, বাগীশিক উত্তর জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনন্দ কুমার নাথ, সহ-সধারণ সম্পাদক মাস্টার শিবু দাশ, সাংগঠনিক সম্পাদক অর্জুন কুমার নাথ, সদস্য প্রিয়াশীষ চক্রবর্তী, ছাত্র-যুব ঐক্য পরিষদের সহ-সভাপতি অঞ্জন দে, সাধারণ সম্পাদক সাগর দে, ৭১ বাংলা টেলিভিশনের ফটিকছড়ি প্রতিনিধি আলমগীর নিশান, কর্ণফুলী টেলিভিশনের ফটিকছড়ি প্রতিনিধি মোঃ সেলিম, সিপ্লাস টেলিভিশনের ফটিকছড়ি প্রতিনিধি মোঃ ফরিদ, রাজীব আচার্য, বিউটি আচার্য, রুবেল শীল, ঝন্টু শীল, সুজন শীল, দুর্জয় আচার্য, বিজয় আচার্য, তুর্ণা আচার্য, জয়ন্ত আচার্য, অজয় আচার্য প্রমূখ।

শেয়ার করুনঃ

Leave a Reply