২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৩:৫৮/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৩:৫৮ অপরাহ্ণ

ইতালিতে পুরস্কৃত ‘হালদা’

     

গত বছরের শেষ সময়ে মুক্তি পাওয়া সিনেমা ‘হালদা’। তৌকীর আহমেদ পরিচালিত এই সিনেমা দর্শক ও সমালোচক মহলে দারুণ প্রশংসিত হয়। ব্যবসায়িক দিক দিয়ে খুব বেশি সাফল্য না পেলেও ছবিটি ভালো সাড়া পায়।

এরপর চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন আয়োজনে অনেক পুরস্কার অর্জন করে। এবার ‘হালদা’র ঝুলিতে এলো ইতালির রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যালের সম্মানজনক ‘গ্র্যান্ড পিক্স’ পুরস্কার। আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের ২১তম আয়োজনে ‘হালদা’ সম্মানিত হয়েছে।

গত ৪ থেকে ১১ অক্টোবর ইতালির ট্রেন্টো শহরে অনুষ্ঠিত হয়েছে ‘রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যাল’। সেখানে আমন্ত্রিত হন ‘হালদা’র নির্মাতা তৌকীর আহমেদ। নিজ হাতে তিনি গ্রহণ করেন পুরস্কার। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরস্কার জয়ের মুহূর্তটি শেয়ার করেন তৌকীর।

‘গ্র্যান্ড পিক্স’ পুরস্কার জয়ে উচ্ছ্বসিত তৌকীর আহমেদ। তিনি জানান, উৎসবে অনেক দেশের ছবির সঙ্গে লড়াই করতে হয়েছে। সেখানকার দর্শক ও চলচ্চিত্র সমালোচকরা ‘হালদা’র ব্যাপক প্রশংসা করেছে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য তাদেরকে আকৃষ্ট করেছে।

চট্টগ্রামের হালদা নদীকে রক্ষার বার্তা দিয়ে নির্মিত ‘হালদা’ ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, রুনা খান, শাহেদ আলী, দিলারা জামান, মোমেনা চৌধুরী ও কাজী উজ্জ্বল প্রমুখ।

শেয়ার করুনঃ

Leave a Reply