২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:৩০/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৩:৩০ অপরাহ্ণ

সুন্দরগঞ্জের চার পুলিশ হত্যার স্মৃতি স্তম্ভে আইজিপি’র পুস্পমাল্য অর্পণ

     

 সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
২০১৩ সালের ২৮ ফেব্রয়ারী দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির আদেশকে কেন্দ্র করে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশ হত্যার স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পণ করেন পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী (পিবিএম)।আজ  সোমবার সন্ধ্যায় গাইবান্ধার পলাশবাড়িতে নতুন থানার উদ্বোধন শেষে গাইবান্ধা হয়ে রংপুর যাওয়ার প্রাক্কালে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে যাত্রা বিরতি করেন এবং চার পুলিশ হত্যার স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পণ করেন। সংক্ষিপ্ত এক আলোচনা সভায় আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী (পিবিএম) বলেন যারা নির্মমভাবে চার পুলিশ সদস্যকে হত্যা করেছে তাদেরকে ছাড় দেয়া হবে না। যে পুলিশ সদস্য আপনাদেরকে হেফাজত করতে এসেছিল আপনারা তাদেরকে রক্ষা করতে পারেননি। আপনাদেরকে এখন একটি কাজ করতে হবে সেটি হলো কারা কারা পুলিশ সদস্যকে হত্যা করেছে তাদের নাম আপনাদেরকে বলে দিতে হবে। আমরা তথ্য গোপন রেখে প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে চাই। এই পুলিশ তদন্তে কেন্দ্রের পুলিশদের সহায়তা করার দায়িত আপনাদের। এ সময় তার সঙ্গে ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর বিভাগের পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহামুদ, গাইবান্ধার পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, র‌্যাব-১৩ এর সিও মোজাম্মেল হক, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএস গোলাম কিবরিয়া, সুন্দরগঞ্জ থানার ওসি এসএম আব্দুস সোবহান। এছাড়া রংপুর বিভাগের ৮টি জেলার পুলিশ সুপার ও সকল থানার ওসিগণ উপস্থিত ছিলেন। এর আগে আইজিপি নিহত চার পুলিশ সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। দোয়া পরিচালনা করেন বামনডাঙ্গা রেল স্টেশন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শহিদুল ইসলাম।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply