২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:২৯/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৫:২৯ পূর্বাহ্ণ

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

     

ভারতের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। প্রথম চারটি ওভার ভালোই পার করে তারা। কিন্তু পঞ্চম ওভারে সীমানায় ক্যাচ দিয়ে ফেরেন লিটন দাস। পরের ওভারে ফেরেন নাজমুল হোসাইন শান্ত। এরপর ভালো শুরু করেও দ্রুত ফিরে যান সাকিব আল হাসান।

পঞ্চম ওভারে মিড উইকেটে ফিল্ডার নিয়ে বাউন্স বল করেন ভুবনেশ্বর। ফাঁদে পা দিয়ে ফেরেন লিটন। দলের ১৫ রানে তার আউপের পর ১৬ রানে ফেরেন শান্ত। তাদের আউটের পর ক্রিজে আছেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। এরপর সাকিব দলের ৪২ রানে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফেরেন। পরপর দুই চার মারের তিনি। পরের বলে জাদেজাকে উইকেট বিলিয়ে ফেরেন।

এরপর শ্রীলংকার বিপক্ষে ভালো জাটি গড়া মোহাম্মদ মিঠুন এবং মুশফিকুর রহিমে আশা দেখছিল বাংলাদেশ। কিন্তু এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে ফেরেন মিঠুন। ৬০ রানে ৫ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে বাংলাদেশ।  সর্বশেষ খবর পর্যন্ত ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৩ রান করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন মোসাদ্দেক এবং মাহমুদুল্লাহ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply