২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:৫৯/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৬:৫৯ পূর্বাহ্ণ

কনকলতার সংসার

     

কনকলতার সংসার
কনকলতা, ঘরকন্না তোমার জন্য কেমন হলো
সোনার ভেলায় ভাসতে ভাসতে বড় হলে
এখন তুমি অন্য ঘরের কর্ত্রী সেজে
বেশতো আছো পরিপাটি সোনার সংসারে।

আমার যেনো মনে হয় ছোট ননীর পুতুল
সন্ধ্যা তারায় হাসতে হাসতে অতুল
মায়ায় ভরা দু‘টো চোখ অমরাবতী
স্বপ্ন বোনায়- স্বপ্ন বুনি সেই জ্যাতি।

কনকলতা , এখন তোমার সোনার সংসার
চালাচ্ছো নিপুণ হাতে
আমার যেনো সব এলোমেলো
তোমার ছাড়াতে ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply